কান্দি মহকুমা বই মেলা জমে উঠেছে ,মেয়াদ একদিন বাড়ল
দিন বাড়ল কান্দি বইমেলার
প্রথমে ঠিক হয়েছিল, পাঁচ দিন ধরে বইমেলা চলবে। কিন্তু গত কয়েক দিন দর্শকের তরফে বিপুল সাড়া দেখে সময়সীমা এক দিন বাড়ল কান্দি বইমেলার।
হ্যালিফ্যাক্স ময়দানে কান্দি পুরসভা ও কান্দি পঞ্চায়েত সমিতির উদ্যোগে ২৩ ফেব্রুয়ারি বইমেলার সূচনা হয়েছিল। ২৮ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। এ বার তা বাড়িয়ে ১ মার্চ করা হল। বুধবার মেলা চত্বরে বিধায়ক অপূর্ব সরকার বলেন, "কান্দি বইমেলা দীর্ঘ দিন পরে হচ্ছে। এলাকার বইপ্রেমীরা বইমেলার সময়সীমা ছ' দিন করার কথা বলেছিলেন। প্রশাসনের সঙ্গে আলোচনা করে আমরা ১ মার্চ পর্যন্ত বইমেলা চালানোর সিদ্ধান্ত নিয়েছি। আর কয়েক দিন পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। মেলার জন্য মাইকের আওয়াজে পড়ুয়াদের অসুবিধা হবে না তো? অপূর্ব বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে মেলা প্রাঙ্গণে মৃদু শব্দে মাইক বাজানো হবে।" কান্দি পূর পতি জয়দেব ঘটক তিনি ও উপস্থিত ছিলেন। এবার গ্রন্থ মেলায় কলকাতার দামী প্রকাশনা সংস্থার সঙ্গে জাগো বাংলা স্টল ও দেখা গেল।প্রতিদিন রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে।
কোন মন্তব্য নেই