Header Ads

পশ্চিমবঙ্গের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ অর্থ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ,৪ শতাংশ ডি এ বাড়ানো হল

নয়া ঠাহর , অমল গুপ্ত ,কোলকাতা: পশ্চিমবঙ্গে শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশনে অর্থ মন্ত্রী  চন্দ্রিমা  ভট্টাচার্য্য     আশা নিরাশার বাজেট পেশ করলেন।সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডি এ বাড়ার প্রস্তাব দেন অর্থ মন্ত্রী।  এবার  ডি এ পরিমাণ হবে ১৮ শতাংশ।কেন্দ্রের সঙ্গে ফারাক ৩৫  শতাংশ
কেন্দ্র দেয় ৫৩ শতাংশ ডি এ।
আগামী ১এপ্রিল ২০২৫ থেকে এই প্রস্তাব কার্যকর হবে।   ঘাটাল মাস্টার প্ল্যান জন্যে ৫০০ কোটি টাকা বরাদ্দ,রাজ্যের নদী ভাঙনে রোধে ২০০ কোটি টাকা যার  নাম দেওয়া হয়েছে নদী  বন্ধন ।  আশা অঙ্গনবাদীদে মোবাইল কেনার জন্যে ২০০ কোটি টাকা বরাদ্দ  ।  লক্ষ্মী ভান্ডারে  বরাদ্দ বাড়েনি।  ২৮ লাখ  উপযুক্ত পরিবারকে আবাস দেওয়া হবে।  অতিরিক্ত জন্যে ৯   ৬০০  কোটি টাকা  খরচ হবে  অতিরিক্ত ১৬ লাখ কে আবাসন দেওয়ার  প্রস্তাব ।  নম দেওয়া হয়েছে বাংলার বাড়ি ।  গঙ্গা সাগর সেতুর জন্যে ৫০০ কোটি টাকা বরাদ্দ।পথ শ্রী প্রকল্প  দের হাজার কোটি বরাদ্দ।  অভিনেতা দেব মেদিনীপুর কাঁথি  কেন্দ্রের সাংসদ।তার অঞ্চলে বন্যা প্রতিরোধে ঘাটাল মাস্টার প্ল্যান,৫০০  কোটি  অর্থ বরাদ্দ করা হয়েছে। ৩৭ হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণে দেড়হাজার কোটি টাকার বরাদ্দ। আজ বিধানসভা থেকে বাজেটের বিরোধিতা করে বিজেপি  অধিবেশন বর্জন করে। শুভেন্দু অধিকারী অভিযোগ করেন এই বাজেট কর্মসংস্থানের  কথা নেই ,কৃষক দের উন্নয়ন নেই। উত্তর বঙ্গের উন্নয়ন নেই।নারী সুরক্ষা কথা নেই। কন্যা শ্রী প্রকল্প জন্যে ৯ হাজার কোটি টাকা ব্যয় হয়। বীরভূমের   দেওচা পাঁচমী  খনি প্রসঙ্গ বলেন একশো বছর বিদ্যুৎ পাওয়া যাবে ।লাখ লাখ কর্মসংস্থানের সুবিধা হবে। বিশ্বে অন্যতম কলিয়ারি বাংলা উপকৃত হবে বহু অনুসারী প্রকল্প নির্মাণ হবে। ছয়টি শিল্প  করিডর নির্মাণ করা হবে। ৬১ কোটি কর্ম দিবস সৃষ্টি করা হয়েছে। কুম্ভ মেলা সম্পর্কে বলেন ভিভিআইপি দের জন্যে সাধারণ ভক্ত দের  অবহেলা করা হয়েছে লাখ লাখ জুতো পরিত্যক্ত  অবস্থায় পড়ে  ছিল, তাতেই প্রমাণিত  কত হাজার মারা গেছে। গঙ্গায় ভেসে গেছে।গঙ্গা সাগরে কোন ঘটনা ঘটেনি।    





















কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.