Header Ads

আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কে ভারত সফরের আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদী

অমল গুপ্ত ,কোলকাতা:  ভারতের  প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি  বহু প্রতীক্ষিত আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর সঙ্গে  সাক্ষাৎ করে বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক কে  নবীকরণ করেন। তিনি  আমেরিকায় অবৈধ ভাবে বাস করা ভারতীয় দের দেশে ফিরিয়ে নেওয়ার আশ্বাস দেন।  মানব পাচার নির্মূল করার আস্বাস উlভয় নেতার। দুই দেশ  উন্নয়ন মূলক কাজ  আত্মনিয়োগ করবে। ব্যবসা দ্বিগুণ করবে।উভয় নেতা সীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করবে। বাংলদেশে ইস্যু নিয়ে কোন কথা বললেন না ট্রাম্প শুধু বলেন যা কিছু বলবেন মোদী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.