বাংলদেশে নৈরাজ্য চলছে ,নারীদের টার্গেট করছে মহম্মদ ইউনিস বাহিনী
নয়া ঠাহর , অমল গুপ্ত ,কোলকাতা : বাংলদেশে নারীদের টার্গেট করছে ইউনিস বাহিনী,মহিলা শিল্পী দের বাড়িতে আক্রমণ চলছে। বাংলদেশে রাষ্ট্রদূত কে ভারত তলব করেছে।। ইউনূস সরকারের ভারত বিরোধী ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ভারত সরকার। শেখ হাসিনা এক বার্তা পাঠানোর পর ইউনূস বাহিনী ক্ষোভে ফেটে পড়ে ভারত বিরোধী কর্ম কাণ্ড শুরু করে। লাগাতার ভাংচুরের পর অবশেষে ইউনূস ভাংচুর বন্ধের নির্দেশ জারি করেন।তার পরেও ভারত বিদ্বেষী চলছেই।এর মধ্যে চিন্ময় কৃষ্ণের উপর মানসিক অত্যাচার চলছে।তাকে ভাতের বদলে শুকনো রুটি দেওয়া হচ্ছে বলে অভিযোগ এসেছে।ঔষধ পত্র ঠিকমত দেওয়া হচ্ছে না।তার প্রাণের ঝুঁকি আছে। বাংলদেশে অত্যাচারিত হিন্দুরা পৃথক হিন্দু ভূমির দাবি করেছিল । হিন্দু থেকে মুসলিম ধর্ম পরিবর্তন বন্ধ করেছিল চিন্ময় কৃষ্ণ। হিন্দুরা সংবরদ্ধ হচ্ছিল চিন্ময় কৃষ্ণ বাংলদেশে টার্গেট হয়ে পড়ে।বিনা বিচারে তাকে বন্দি করে অত্যাচার করছে ইউনিস বাহিনী। বাংলদেশে প্রাক্তন রাষ্ট্রপতি ,প্রাক্তন প্রধানমন্ত্রী প্রমুখ নেতাদের বাড়ি গুড়িয়ে ফেলা হচ্ছে।কুমিল্লায় ইসকন কে জঙ্গি সংগঠন দাবি করে নামগান বন্ধ করে দেওয়া হচ্ছে আওয়ামী লীগ কে বাতিল করার কথা বলছে
কোন মন্তব্য নেই