Header Ads

কলকাতা কালীঘাট অঞ্চল ভূগর্ভে ধস নামতে পারে

বিপদ যখন ভুগর্ভে
 দেবদূত ঘোষ ঠাকুর
হাজার দেড়েক বছর আগে কালীঘাট অঞ্চল ছিল এক দ্বীপ। সেই দ্বীপকে কেন্দ্র করে পলি জমার একটা প্রক্রিয়া চলেছে। যা কলকাতা সংলগ্ন গঙ্গা তীরবর্তী কলকাতা হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনার মাটির উপরের স্তর তৈরি করেছে। কালীঘাটকে কেন্দ্র করে মাটির এই স্তর তৈরি হওয়া শুরু, তাই ভূবিজ্ঞানীরা একে ‘কালীঘাট ফর্মেশন’ বলেন।কালীঘাট ফর্মেশনের নীচের ভঙ্গুর স্তরের অবস্থা নানা কারণে মাঝেমধ্যেই বদলে যাচ্ছে বলে গবেষণায় দাবি করা হয়েছে। তাতেই বাড়ছে বিপদ। কেন এই অবস্থা, আজ শুনব সেই কথা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.