কলকাতায় অনুষ্ঠিত হল পরিবেশ সচেতনতা দিবস ":উর্জ্জা চেতনা"
কলকাতায় অনুষ্ঠিত হলো পরিবেশ সচেতনতা বিষয়ক অনুষ্ঠান "উর্জা চেতনা" উদ্যোক্তা CESE ও CSR ঃ নয়া ঠাহর, ছন্দশ্রী কানুনগো - কলকাতা, ২৫ শে ফেব্রুয়ারী
কলকাতা CESE Recreation Centre এ আজ অনুষ্ঠিত হল বিদ্যালয় ভিত্তিক পরিবেশ সচেতনতামূলক অনুষ্ঠান 'উর্জা চেতনা'। ২০১২ সাল থেকে CESC,CSR ও CEE র উদ্যোগে আয়োজিত এই প্রজেক্টে বিদ্যালয় প্রাঙ্গনে সবুজায়ন, স্কুলে জৈবসার প্রস্তুত,বৃষ্টির জল সংরক্ষণ ও ব্যবহার, নানাধরণের বর্জ্যবস্তুর পুনর্ব্যবহার, বায়ুর দূষণমাত্রা পরিমাপ ও নিয়ন্ত্রণের উপায় ইত্যাদি নিয়ে পুরো শিক্ষাবর্ষ জুড়ে শিক্ষার্থীদের কাজ কারানো হয়ে থাকে। আজকের অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছিল কলকাতার কুড়িটি স্কুল। আজকের প্রদর্শনীতে স্থান পেয়েছিল স্কুলের শিক্ষার্থীদের তৈরি পরিবেশ বিষয়ক পোস্টার, প্ল্যাকার্ড, মডেল ও হস্তশিল্পের নমুনা। তাদের প্র সারাবছর ব্যাপী পারদর্শীতা প্রদর্শন করে উর্জা চেতনার একাধিক বিভাগে পুরস্কার জিতে নিল দক্ষিণ কলকাতার "আনন্দ আশ্রম বালিকা বিদ্যাপীঠ"। ঐ স্কুলের শিক্ষিকা সুস্মিতা মুখার্জী জানান,বিদ্যালয়ের পরবর্তী পদক্ষেপ হবে আরো বিস্তৃত আকারে পরিবেশ ও জলের সুরক্ষার জন্য কাজ করা।
কোন মন্তব্য নেই