Header Ads

কুম্ভ মেলার পরম্পরা কে অপমান করছে বিরোধীরা অভিযোগ প্রধানমন্ত্রীর ,৬৮ কোটি ভারত বাসী কুম্ভ স্নান করে

অমল গুপ্ত  কলকাতা  কুম্ভ স্নান করে হিন্দুরা নিজেদের  পবিত্রতা রক্ষা করেন ।এই মেলা হিন্দু সম্প্রদায়ের  উজ্জ্বল পরম্পরা  ।সেই পরম্পরা কে বিরোধীরা অপমান  করছে।নোংরা রাজনীতি করছে ।প্রধাণমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভাষায় বিরোধী রাজনীতিবিদ দের আক্রমণ করেন।তিনি বলেন বিরোধী একাংশ রাজনীতিবিদ হিন্দুদের পবিত্র  ধর্মীয়  উৎসব  কে অপমান করছে। এমন কি বাইরের শক্তি    হস্তক্ষেপ করছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী,   মমতা  বন্দ্যোাধ্যায় কুম্ভ বলে সমালোচনা করে ছিলেন। এই মেলা তে বহু তীর্থ যাত্রী  পদ পৃষ্ট হয়ে প্রাণ হারান । দিল্লী স্টেশন ও পদ পৃষ্ট হয়ে বহু তীর্থ যাত্রী মারা যান। সেই প্রেক্ষিতে বিরোধীরা নানা  সমালোচনা তে মুখর হয়ে ওঠে। উত্তরপ্রদেশের মুখ্য মন্ত্রী যোগী আদিত্য নাথ  ব্যর্থ অভিযোগ করে পদত্যাগের দাবি তোলে।বিজেপি বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বলেন তৃণমূলের    50 জন বিধায়ক কুম্ভ তে স্নান করেছেন পরিচয় গোপন রেখে। মহা শিব রাত্রিতে কুম্ভ মেলা  শেষ হয়।প্রায় ৬৮ কোটি মানুষ কুম্ভ স্নান করেন। প্রধান মন্ত্রী এই মেলায় পদপিষ্ট মৃত্যুর ঘটনায় ক্ষমা   চেয়ে নেন। গঙ্গা ,যমুনা, সরস্বতী সঙ্গম ক্ষেত্রে  লাইটিং এর ব্যাবস্থা করা হয়েছিল। ভারতের অর্ধক মানুষ কুম্ভ এ অমৃত স্নান করেন বলে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ দাবি করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.