রেখা গুপ্তা দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
নয়া ঠাহর ,দিল্লী:,অবশেষে দিল্লির মূখ্যমন্ত্রী হিসাবে রেখা গুপ্তা আজ শপথ গ্রহণ করেন।শপথ নিয়েই বলেন আপ সরকারের দুর্নীতির পাই পয়সার হিসাব দিতে হবে।প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিলাসী প্রসাদ গড়েছেন।সেই প্রসাদ সিসমহল কে মিউজিয়াম গড়ার কথা বলেন বিজেপি মুখ্যমন্ত্রী। গুপ্ত বলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর সহযোগিতা নিয়ে দিল্লিকে নতুন ভাবে গড়া হবে।
কোন মন্তব্য নেই