সাহিত্য শাস্ত্রী পন্ডিত প্রবর বিভূতি ভূষণ আচার্য স্মরণে
নয়া ঠাহর ,কোলকাতা পশ্চিম বঙ্গের বিশিষ্ট সংস্কৃত পন্ডিত , মুর্শিদাবাদ, বীরভূমের উজ্জ্বল রত্ন সঙ্গীতজ্ঞ সঙ্গীতা চার্য পুরান্তীর্থ সাহিত্য শাস্ত্রী পন্ডিত প্রবর বিভূতি ভূষণ আচার্য র এক গ্রন্থ পরিমার্জন করে সম্পাদনা করছেন পুত্র প্রণব কুমার আচার্য ।। তার শিক্ষা জীবন কাটে দেওঘর বালানন্দা ব্রহ্মচারী সংস্কৃত কলেজে।শাস্ত্রীয় সঙ্গীত গ্রহন করেন সঙ্গীতজ্ঞ গিরিজা শংকর চক্রবর্তী র শিষ্য সঙ্গীতজ্ঞ রাজেন ব্যানার্জী র কাছে।
কোন মন্তব্য নেই