সোনার বাংলা গড়ার লক্ষ্যে সোলার বাংলা গড়বে আম্বানি
অমল গুপ্ত ,কোলকাতা : দেশের বিশিষ্ট শিল্পপতি মুখেশ আম্বানি আজ বিশ্ব বাংলা শিল্প সম্মেলনে বাংলাকে ঢেলে সাজানোর অঙ্গীকার করেন।তিনি বাংলাকে ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রশংসা তে ভরিয়ে দিলেন। তিনি কালীঘাট সংস্কার থাকে মুর্শিদাবাদ সিল্ক সৌর প্রকল্প জিও উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করার আস্বাস দেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রি কর্ণধার আম্বানি দাবি করেন বাংলাতে শিল্পের উজ্জ্বল ভবিষ্যৎ আছে। মুখ্যমন্ত্রী দাবি করেন বাংলার শিল্প ভবিষ্যত প্রজন্ম উপকৃত হবে।বলেন আমাদের দেখে বাকিরা বাণিজ্য সন্মেলনে শুরু করেছে। বলেন তাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্প বিশ্বের নজর কেড়েছে।দাবি করেন তার সরকার মহিলাদের প্রাধান্য দিয়েছে ৩৯ শতাংশ ক্ষমতার স্বাদ দিয়েছে। দাবি করেন বিরোধীদের জন্যে আর্দশ জায়গা পশ্চিমবঙ্গ। নারী ক্ষমতায়নের বিশ্বে এক নম্বর পশ্চিমবঙ্গ। আজকের বিশ্ব বাণিজ্য সন্মেলনে বিশ্বে র ২০০ প্রতিনিধি অংশ গ্রহন করেছে। ৪০ টি দেশের প্রতিনিধি এসেছে। দাবি করেন বাংলা তে বন্ধের সংস্কৃতি নেই।ক্ষুদ্র মাঝারি শিল্পে বঙ্গ এক নম্বরে আছে। দক্ষিণ পূর্ব এশিয়ার গেটওয়ে হচ্ছে পশ্চিমবঙ্গ। বিদ্যুতের ঘাটতি নেই। সম্মলনে উপস্থিত ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় কে শুভেচ্ছা জানিয়ে বলেন সৌরভ স্টিল ফ্যাক্টরি চালু করতে যাচ্ছেন। বীরভূমের দেওচা পাচামি কয়লাখনি কথা বলেন ১০০ বছর ধরে চলবে বিদ্যুৎ উ ৎপাদন হবে। দাবি করেন এক লাখ চাকরি হবে। ২৯ এপ্রিল দ্বিতীয় জগন্নাথ ধাম চালু করা হবে। ,,,জানান রাজ্যে ২৮০০ টি আই টি কোম্পানি আছে। আজকে বিশ্ব সম্মিলনের দিনে কলকাতা বড়বাজারে একটি বহুতল ভবন ভেঙে পড়ে। হেলে পড়া বাড়ি ভেঙে পড়ার প্রতিবাদে আজ কংগ্রেস প্রতিবাদ মিছিল করে।কংগ্রেস রাজ্যে সভাপতি শুভঙ্কর সরকার এই বিক্ষোভ অভিযানে নেতৃত্ব দেন।
কোন মন্তব্য নেই