Header Ads

বাংলদেশে হিন্দু নেতার গলা কাটার পর খুলনা বিশ্ববিদ্যালয়ের সত্যেন্দ্রনাথ ,,জগদীশ চন্দ্র বসু , জীবনানন্দ কে বাদ

নয়া ঠাহর ,কোলকাতা : বাংলদেশে মৌলবাদী ,জামাত ভারতীয়দের উপর লাগাতার  আক্রমণ চলছে। টাঙ্গাইল লালন উৎসব বন্ধ করে দেওয়া হল। লালনের গান নাকি মৌলবাদীদের বিরুদ্ধে। লালন ফকিরের ১৩৪  তিরোধান দিবস দিবস  পালন করতে দেওয়া হলনা। খুলনা বিশ্ব বিদ্যালয় লালন কে বাদ দেওয়া হচ্ছে। মেয়েদের ফুটবল খেলা বন্ধ করে দেওয়া হল। মধুপুর লালন সংঘ বন্ধ করে দেওয়া হল। মনের মানুষ  চিত্র পরিচালক  ঘটনার নিন্দা করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.