Header Ads

ত্রিপুরার কৈলাস শহরে কিঞ্চিৎ গোষ্ঠীর শাখা গঠন

*কিঞ্চিত গোষ্ঠীর শাখা গঠন*.......
*কৈলাসহর শাখা, চিরাকুটি (ত্রিপুরা রাজ্য)*.......

*দিনাঙ্ক: ১৫ ফেব্রুয়ারি,২০২৫ ইং* 

.....প্রেস বিজ্ঞপ্তি ....
-------------------------
-------------------------

আসাম প্রদেশের বরপেটা রোডে অবস্থিত কিঞ্চিত  (আন্তঃরাষ্ট্রীয় -সাহিত্য  -সামাজিক সাংস্কৃতিক গোষ্ঠীর) একটি শাখা আজ আমাদের ত্রিপুরা শহরের চিরাকুটিতে ,*কৈলাসহর শাখা* ' নামকরনে  গঠন করা হয়। 

প্রায় দুই ডজন বিশিষ্ঠ জ্যেষ্ঠ নাগরিক , প্রগতিশীল মনোভাবাপন্ন ব্যাক্তি  যারা মূলত সমাজ ,সাহিত্য, সংস্কৃতি,সাংবাদিকতা, কলা, মৃত শিল্পেরর  সাথে জড়িত .... তাদেরকে নিয়ে চিরাকুটি অঞ্চলের বিশিষ্ট লেখক ,শিক্ষাবিদ শ্রীযুত অনুকূল সিনহা মহাশয়ের সভাপতিত্বে *শ্রী পূর্ণ সিনহাকে সভাপতি ও লীলাবতী সিনহাকে  সাধারণ সম্পাদক* হিসাবে ১১জনের শক্তিশালী "*কৈলাসহর শাখা*"  গঠন করা হয়।

বিভিন্ন গুণীজন গঠনমূলক বক্তব্য তুলে ধরার সাথে কিঞ্চিত শাখার মূল সেবামূলক কাজকর্ম,উদ্যেশ্য, লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনার শেষে *জাতীয় সঙ্গীত " জন গণ মন অধি* ...' পরিবেশনের মাধ্যমে সভার কার্যসূচির পরিসমাপ্তি ঘটে।

*অনুকূল সিনহা*
(সভাপতিত্ব)
চিরাকুটি, কৈলাসহর,ত্রিপুরা।
তারিখ :১৫ /০৩/২০২৫..

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.