বাংলাদেশে ধানমন্ডি বঙ্গবন্ধু বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলা হল
নয়া ঠাহর, অমল গুপ্ত,কোলকাতা : লাখ লাখ শহীদের রক্তে বাংলদেশে স্বাধীনতা এসেছিল, সেই বঙ্গবন্ধু মুজিবর রহমানের ধানমন্ডি বাড়ি বুল ডোজার লাগিয়ে গুড়িয়ে দেওয়া হল। শেখ হাসিনা এক বার্তায় বলেছেন লাখ লাখ শহীদের আত্ম ত্যাগ ফলে বাংলদেশে স্বাধীনতা এসেছে। গুড়িয়ে দেওয়া যাবে না। গতরাতে ইউনূস বাহিনী সেনা বুলডোজার লাগিয়ে মুজিবের স্মৃতি বিজড়িত ধানমন্ডির মিউজিয়াম ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।এর আগে মুজিবরের মূর্তি ভেঙে ফেলা হয়।১৯৭১ সালে ৩০ লাখ শহীদ স্বাধীনতা লড়াই এ প্রাণ দেন ৪ লাখ বাঙালি হিন্দু মহিলা ধর্ষনের শিকার হয়েছিলেন । ভারতের সাহার্য্য নিয়ে স্বাধীনতা আসে। সেই মুজিবরের স্মৃতি গুড়িয়ে দেওয়া হল। এই বাড়িতে মুজিব পরিবার কে নির্মম ভাবে হত্যা করা হয়।৬ মাস আগে এই বাড়ি আক্রমণ করা হয়। বাঙালিদের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। হাসিনার খুলনার আত্মীয় বাড়ি গুড়িয়ে দেওয়া হয়। মুখ ঢেকে দুষ্কৃতীরা সেনার সাহায্য নিয়ে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভেঙে দেয়।সারা বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলদেশে " প্রথম আলো" সহ সব সংবাদপত্রে খবর বিস্তারিত ভাবে প্রকাশ পেয়েছে। ভারত পাশে না থাকলে ইন্দিরা গান্ধী সহযোগিতা না করলে বাংলদেশে স্বাধীণতা আসতো না। চার লাখ হিন্দু মহিলা ধর্ষিত হয়েছে।৩০ লাখ শহীদ হয়েছে তাদের প্রাণের বিনিময়ে স্বাধীনতা ইউনূস সায়েব ভেঙে চুরমার করে দিচ্ছে। বাংলাদেশের "কালের কন্ঠ" সংবাদপত্রের ভিডিও থেকে জানা যাচ্ছে মুজিবর রহমান ও তার কন্যা হাসিনার লেখা সব বই পুড়িয়ে ফেলা হচ্ছে। শত শত বই পুড়িয়ে ফেলা হচ্ছে। মহম্মদ ইউনূস এর মদত পেয়ে পাক পন্থীরা এই জঘন্য কাজ করছে।
কোন মন্তব্য নেই