Header Ads

কলকাতা প্রেস ক্লাবে "জল জঙ্গলের আত্মকথা" গ্রন্থটি উন্মোচিত

কলকাতা প্রেস ক্লাবে পরিবেশ বিষয়ক গ্রন্থ "জল জঙ্গলের আত্মকথা" উন্মোচিত : 
নয়া ঠাহর,  ছন্দশ্রী কানুনগো, কলকাতাঃ ২২শে ফেব্রুয়ারী 
কলকাতা প্রেস ক্লাবে আজ বাংলা ভাষার শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হল। তাঁদের সম্মানার্থে একমিনিট নীরবতা পালন করা হয়। আজকে অসমের বরিষ্ঠ সাংবাদিক অমলগুপ্তের লেখা পরিবেশ বিষয়ক গ্রন্থ "জল জঙ্গলের আত্মকথা" গ্রন্থটি আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করেন  রাজ্যের বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য। বিশিষ্ট সঙ্গীতকার প্রতুল মুখোপাধ্যায়ের যুগান্তকারী গান - 'আমি বাংলায় গান গাই...' শীর্ষক গানে কন্ঠ দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন  শ্রী দেবকিশোর চক্রবর্তী। এই গ্রন্থের লেখক সাংবাদিক অমল গুপ্ত নিজে গ্রন্থটি সম্পর্কে কিছু আলোকপাত করেন।  তিনি সরাসরি কলকাতার দৈনন্দিন জীবনচর্যা নিয়ে প্রশ্ন তুলে দেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.