অনাস্থা প্রস্তাব নিয়ে তোড়জোড় করার আগেই মুখ্যমন্ত্রী এন বিরেন সিংহ ,পদত্যাগ রাষ্ট্রপতির শাসন শুরু
নয়া ঠাহর ,কোলকাতা :মণিপুরের মুখ্যমন্ত্রী অবশেষে পদত্যাগ করলেন।মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ অনেক বাধা বিপত্তির মধ্যেও ক্ষমতা ধরে রেখেছিলেন।। বিজেপি অন্য কাউকে মুখ্যমন্ত্রীর পদে বসানোর চিন্তা করছে। কংগ্রেসে র সাংসদ গৌরব গগৈ বলেন বিরেন সিংহ বিজেপি কে বাঁচাতে পদত্যাগ করেছেন।বিজেপি দলের কোনো রোড ম্যাপ নেই। রাষ্ট্রপতির শাসন শুরু হল।এছাড়া উপায় ছিল না। রাষ্ট্রপতি ৩৫৬ ধারা জারি করেন।
কোন মন্তব্য নেই