Header Ads

অবহেলিত বরাক উপত্যকার প্রতি নজর দিন রাজ্যসভায় সুস্মিতা দেব

অমল গুপ্ত ,কোলকাতা: অসমের বরাক উপত্যকার বরাক নদীতে প্রতিশ্রুতি অনুযায়ী   খনন হল না । ড্রেজিং  না হওয়ায়  বাংলা দেশের সঙ্গে জল পথ সুগম হলনা।বরাক নদীর জাতীয় জলপথ হিসাবে কেন্দ্র ঘোষণা করেছে। অসমের রাজ্যসভার সদস্য  সুস্মিতা  দেব রাজ্যসভায় গতকাল এই দাবি জানিয়ে বলেন বরাকের ট্রেন লাইন   ধস প্রবন এলাকা  প্রায় ট্রেন বন্ধ ,বিমান ভাড়া  সীমাহীন সাধারণ মানুষ এত টাকায় বিমান যাত্রা সম্ভব নয়।সম্পূর্ণ বিচ্ছিন্ন অবহেলিত উপত্যকা যুবসমাজ   কর্ম সংস্থানের অভাবে ধুঁকছে। সরকার নজর দিন।কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ  সনোয়াল  তার বক্তব্য রাখার সময়  রাজ্যসভায় বসে ছিলেন।অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ  সনয়াল শিলচরে গিয়ে বরাক খননের সূচনা করে ছিলেন আজ তিনি চুপ। বরাক উপত্যকার আইকন সন্তোষ মোহন দেবের কন্যা তৃনমূল কংগ্রেসের সাংসদ  বার বার অবহেলিত বরাক উপত্যকার জটিল সমস্যা নিয়ে বক্তব্য রাখছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.