Header Ads

কলকাতায় বই বরণ অনুষ্ঠান হয়ে গেল

 কলকাতা  অভিনব বই বরণ কর্মসূচি অনুষ্ঠিত হল

মহাশয় / মহাশয়া,


বই পড়তে পড়তে নতুন বছরকে বরণ
৩১ডিসেম্বর ২০২৪ আমাদের "বইবরণ"।
বেহালা চৌরাস্তার মদনমোহনতলায় ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে আমরা "বইবরণে"র আয়োজন করেছি। সন্ধ্যা ৬টা থেকে বই পড়তে পড়তে আমরা নতুন বছরকে বরণ করে নেব। আপনাদের সবার আমন্ত্রণ রইল।
আসুন ৩১ ডিসেম্বর রাতে আমরা নতুন বছরকে বরণ করে নিই বই পড়তে পড়তে। আমাদের দেখে আগামী প্রজন্ম জানুক ও শিখুক নতুন বছরকে বই পড়তে পড়তেও বরণ করা যায়। নতুন বছরে আবার বইকে বরণ করে নিয়ে আমাদের দৃপ্ত ঘোষণা হোক, বই হবে আমাদের নিত‍্যদিনের সঙ্গী।
মাননীয় / মাননীয়া,
রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন,
"দেখিতে গিয়েছি পর্বতমালা,
দেখিতে গিয়েছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া..."
পাঠকের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক গ্রন্থাগার। একের পর এক গ্রন্থাগারে ধুলোও জমতে শুরু করেছে। নষ্ট হতে বসেছে কোটি কোটি টাকার বই। তাছাড়া পাঠকের অভাবে হারিয়ে যাচ্ছে অসংখ্য পত্রপত্রিকা, ধুঁকছে অসংখ্য সংবাদপত্র থেকে শুরু করে প্রকাশনী সংস্থাও। আমাদের চোখের সামনেই। আমাদের ঘরের কাছেই।
সেজন্য "বইপুজো"র  মতো এসব বিষয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে এবার আমাদের আরও এক আয়োজন "বইবরণ"। ৩১ শে ডিসেম্বর বিকেল থেকেই বেহালা চৌরাস্তার মদনমোহনতলায় বই পড়া শুরু করব আমরা। থামব গিয়ে ১লা জানুয়ারি ২০২৫-এ। বই পড়তে পড়তে নতুন বছরকে বরণ করে। আবার নতুন বছরে আমাদের দৈনন্দিনতায় বইকে যুক্ত করার স্বপ্ন নিয়ে। 
আমরা চাই, নতুন বছরে বই হোক আমাদের নিত‍্যসঙ্গী।
পাঠকের অভাবে ধুঁকছে যেসব গ্রন্থাগার, সেগুলি আবার পাঠক ফিরে পাক। বন্ধ হয়ে যাওয়া গ্রন্থাগারগুলোতে আবার জ্বলে উঠুক আলো। প্রায় বন্ধ হয়ে যাওয়া পত্রিকাগুলোতে আসুক প্রাণের শিহরণ। পাঠকের অভাবে ধুঁকতে থাকা সংবাদপত্র প্রাণ ফিরে পাক। প্রকাশনী সংস্থাগুলোতে ফিরে আসুক প্রাণের কল্লোল। আমরা চাই, নতুন বছরে আমাদের সকালগুলো শুরু হোক খবরের কাগজের ছাপা অক্ষরে চোখ রেখে আর রাত আসুক বইয়ের পাতার ছাপা অক্ষরের মায়ায়।
আপনাদের সবার আমন্ত্রণ রইল।

ইতি–

ধন‍্যবাদান্তে

"আমরা বইপ্রেমী"র পক্ষে
আহ্বায়ক
পিন্টু পোহান

ঠিকানা: ৩৩১/এ বীরেন রায় রোড (পূর্ব)
কলকাতা–৭০০০০৮



যুগ্ম-সম্পাদক

অজয় পাল ও
বিপুল অধিকারী



সভাপতি

রতন সেনগুপ্ত

আমাদের যোগাযোগ নম্বর :  9874763819, 9007768650,
9230803820, 9903796129
ঠিকানা: ৩৩১/এ বীরেন রায় রোড (পূর্ব)
কলকাতা–৭০০০০৮

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.