অসম আবার বিশ্ব রেকর্ড , আগে বিহু নৃত্য এবার চা বাগানের শ্রমিকবা ঝুমুর নৃত্য করে রেকর্ড
অমল গুপ্ত , অসম দেশের ৫০ শতাংশে বেশি চা উৎপাদন করে। অসমের চাবাগান কয়েক লাখ শ্রমিক তাদের পরম্পরা গত নৃত্য ঝুমুর ,ফসল তোলার উৎসব। অসমে ১০০ বছর আগে বিহার, ঝাড়খণ্ড. ইত্যাদি রাজ্যে থেকে চা বাগানে কাজের সন্ধানে এসে অসমের ভাষা সংস্কৃতি অঙ্গ হয়ে পড়ে। অসমের সংস্কৃতির অঙ্গ বিহু নৃতের মত ঝুমুর নাচ।বর্ণময় সংস্কৃতি ঝুমুর নাচ স্বয়ং প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী গুয়াহাটি সরু সজই স্টুডিয়াম বসে উপ ভোগ করেন।৮০০০বেশি শ্রমিক হাতে হাত কোমড় ধরে নৃত্য করেন
বাঁশি মাদলের সুর লোক সঙ্গীত এ মুখর হয়ে উঠে।মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ব্যক্তিগত উদ্যোগে এi চা এমিক দের ঝুমুর নৃত্য বিশ্বের দরবারে পৌঁছিয়ে গেল। গ্রিনিজ বুকে নাম উঠেছে।
কোন মন্তব্য নেই