Header Ads

দিল্লী বিধানসভায় হাড্ডা হাড্ডির লড়াই পরে বিজেপি র রাজধানী দখল, ৭০ টি আসনে মধ্যে ৪৮ টি বিজেপি দখল

নয়া ঠাহর,  অমল গুপ্ত ,কোলকাতা: দিল্লী বিধানসভার ৭০ টি আসনে লড়াই এ , আমআদমি পার্টি  বিজেপি প্রায় সমানে সামনে লড়াই চলছে। কংগ্রেস অনেক পিছিয়ে ।  প্রাক্তন মুখ্যমন্ত্রী  অরবিন্দ কেজরিওয়াল বর্তমান মুখ্যমন্ত্রী  আতিশী উভয়ের দাবি কেজরিওয়াল আবার তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে বসবেন।কিন্তু বেলা ৯'৩০ পর্যন্ত গণনা অনুযায়ী  বিজেপি এগিয়ে।আপ ২৮ ,বিজেপি ৪১ আর কংগ্রেস ১টি আসনে এগিয়ে।বেলা ৯'৩০ মিনিটে বিজেপি ৪৮ টি আসনে আপ ২১ টি আসনে এগিয়ে ,বিজেপি জয়লাভ করবে ধরে নেওয়া যেতে পারে।কংগ্রেস একটি আসনে এগিয়ে। দিল্লির মুখ্যমন্ত্রী আতিশি  মারলেনা পিছিয়ে। অরবিন্দ কেজরিওয়াল পিছিয়ে আছে।বেলা ১০ তায় অরবিন্দ এগিয়ে গেছে।আবার কি তিনি মুখ্যমন্ত্রী পদে বসবেন? মিরাকেল হলেও হতে পারে। বিজেপি ৪৮  ভোট জয়লাভ ,আপ ২২ টি ভোট পেয়েছে।কংগ্রেস  জিরো আসন জিতেছে। আন্না হাজারে পর্যন্ত আপ দলের দূর্নীতি কে দায়ী করেছেন।তিনি আবগারি নীতিকে দায়ী করেন। ২৭ বছর পর বিজেপি দিল্লী মসনদে বসলো।কংগ্রেস দলের সঙ্গে সমঝোতা না  করায় আপ দলের পরাজয় বলে রাজনৈতিক মহলের অভিমত।
কেজরিওয়াল এই  ফল মেনে বিরোধী পক্ষে থেকে কাজ করার আস্বাস দিয়েছেন।বিজেপি কে ধন্যবাদ জ্ঞাপন করেছে।প্রিয়াঙ্কা গান্ধী বলেন দিল্লির মানুষ পরিবর্তন চাইছিল। বর্তমান মুখ্যমন্ত্রী অতিশি মারলেনা  জয়লাভ করলেও প্রাক্তন মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পরাজয় বরণ করেন। পদ্মের ঝড়ে  ঝাড়ু কুপোকাত। বিজেপি বিরোধী দলপতি শুভেন্দু অধিকারী দাবি করেন দিল্লির  বাঙালিরা ভোটে বিজেপি কে জিতিয়েছে।এবার বাংলায় বিজেপি আসবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ  বলেন বিজেপি বিশ্বাস আর আশ্বাসে জয় হল। দিল্লিকে দেশের প্রকৃত রাজধানী বানাব। প্রধানমন্ত্রী বলেন  সু শাসনের হয় হল।কোলকাতা বইমেলাতে মহিলারা শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে বিজেপি জয় কে যাপন করেন দিল্লির যমুনা দূষণ বায়ু দূষণ এই পরাজয়ের অন্যতম কারণ। পর ভেশ বার্মা অরবিন্দ কে হারিয়েছেন। পর ভেস কি মুখ্যমন্ত্রী পদে বসবেন ? জে পি নাড্ডা এবং স্মৃতি ইরানি কে মুখ্যমন্ত্রী করার কথা চলছে।দিল্লিতে নির্বাচন হল শান্তিপূর্ণ ভাবে বাংলা তে শান্তি পূর্ণ নির্বাচনের রেকর্ড নেই।  প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি আজ দিল্লিতে বিজয় উৎসবে ভাগ নিয়ে বলেন  আপ কে পাশে নিয়ে আন্না হাজারে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছিলেন সেই আপ দুর্নীতি তে ডুবে গেল।তিনি কংগ্রেস  দলে  আরবান নকশালের ডি এন এ আছে বলে সমালোচনা করেন। তিনি দিল্লির দূষিত যমুনা নদী কে দূষণ মুক্ত করার অঙ্গীকার করেন। তার সভায় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা কটাক্ষ করে বলেন এক অপরকে শেষ করে দাও।   এখন ইন্ডিয়া জোটের ভবিষ্যত বিশ বাও জলে ডুবে গেল।প্রধান মন্ত্রী বলেন আপ দলের দূর্নীতি নিয়ে সি এ জি রিপোর্ট বিধানসভায় পেশ করা হবে।





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.