তৃতীয় মোদী সরকারের অষ্টম বাজেট পেশ করলেন অর্থ মন্ত্রী নির্মলা সীতারমন
অমল গুপ্ত ১ ফেব্রুয়ারি: প্রধাণমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সিতারামন। তিনি দেশের ভোট মুখী রাজ্যের জন্যে বিশেষ বরাদ্দ করেছে।আগামী সপ্তাহে নতুন আয়কর বিল আসবে। স্টার্ট আপের জন্যে ১০ হাজার কোটি ফান্ড, ৩৬ টি ক্যান্সার রোগের জন্যে পুরো শুল্ক প্রত্যাহার ,৬ টি
জীবনদায়ী ঔষধ ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার , বিমায় ইএফ ডি বেড়ে ১০০ শতাংশ।মোবাইল, এল ইডি যন্ত্রাংশ শুল্ক কমবে। ,লিথিয়াম পুরো শুক্ল বাদ।বীমা ক্ষেত্রে ১০০ শতাংশ বিদেশি নিয়োগ। ৫০ বছর উর্দ্ধে মানুষ ৫০ হাজার থেকে এক লাখ পর্যন্ত আয়কর ছাড়। জীবনদায়ী ঔষধ ,ক্যান্সার ঔষধের দাম কমছে বিদ্যুৎ চালিত গাড়ির দাম কমছে। দেশে তৈরি কাপড় দাম বাড়বে। মাসে একলাখ টাকা পর্যন্ত মানুষের আয়কর দিতে হবে না।অর্থাৎ ১২ লাখ পর্যন্ত আয়কর দিতে হবে না।
কোন মন্তব্য নেই