Header Ads

আসন্ন আর্ন্তজাতিক মাতৃ ভাষা দিবসে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক অমল গুপ্তের গ্রন্থ উন্মোচন

নয়া ঠাহর ,কোলকাতা : আগামী ২১ ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃ ভাষা দিবস ,কোলকাতা আর্ন্তজাতিক গ্রন্থ মেলার সঙ্গে সঙ্গতি রেখে বিশিষ্ট সংবাদিক অমল গুপ্তের পরিবেশ বিষয়ক গ্রন্থ  প্রকাশ পাবে।আগামী ২২ ফেব্রুয়ারি অপরাহ্নে কলকাতায় প্রেস ক্লাবে  বেলা ৩,৩০ মিনিটে "জল জঙ্গলের আত্মকথা " শীর্ষক গ্রন্থটি উন্মোচন করবেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট সংবাদিক সুমন ভট্টাচার্য  ,উপস্থিত থাকবেন বিশিষ্ট সংবাদিক মিলন দত্ত ,বিশিষ্ট সাংবাদিক দেবদূত ঘোষ ঠাকুর ,বিশিষ্ট সাংবাদিক দীপক ঘোষ। রাজ্যের বিশিষ্ট সংবাদিক অঞ্জন বসু কে আমন্ত্রণ জানানো হয়েছে। সুস্থ থাকলে উপস্থিত থাকবেন  কথা দিয়েছেন।     মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট সংবাদিক রাজীব চৌধুরী  কেও  আমন্ত্রণ জানানো হয়েছে। সঙ্গীত পরিবেশন করবেন দেব কিশোর চক্রবর্তী ,   সংবাদিক দেব কিশোরের সাঙ্গে   পরিচালনার দায়িত্বে থাকবেন শিক্ষিকা  ছন্দ্র শ্রী কানুনগো। , বিশিষ্ট সাংবাদিক গৌতম চার্টার্জি ,বিশিষ্ট সাংবাদিক তাপস পাল , বিশিষ্ট সংবাদিক কিরন মুখার্জী সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন। পরিবেশ বিষয়ক  গ্রন্থ ' জল জঙ্গলের  আত্মকথা  র প্রচ্ছদ এবং অলঙ্করণ  করেছেন জাতীয় পর্যায়ের শিল্পী অরূপ  গুপ্ত ।   গ্রন্থ টির লেখক  তথা নয়া ঠাহর এর সম্পাদক অমল গুপ্ত  এই সংক্ষিপ্ত গ্রন্থ উন্মোচন অনুষ্ঠান সফল করার জন্যে সবাইকে আহবান করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.