Header Ads

ভারতে ৭৫০০ কিলোমিটার সমুদ্র তীরবর্তী অঞ্চলের ৯০ শতাংশ দূষিত

অমল গুপ্ত ,কোলকাতা: ভারতের সাত হাজারের বেশি সাগর তীরবর্তী অঞ্চল প্রায় সবটাই দূষিত, বিশ্বের ১০০০ দূষিত নদীর মধ্যে ভারতের  ১৪০ টি নদী দূষিত ।  সাগরে কোটি কোটি টন আবর্জনার সঙ্গে প্লাস্টিক  পরিত্যক্ত অবস্থায় জলে  মিশে পরিবেশ দূষণ   সামুদ্রিক জীবজন্তু  জীবন বিপন্ন করে তুলেছে।ভারতের পবিত্র নদী গঙ্গা ,ব্রহ্মপুত্র   অধিকাংশ এলাকা দূষণ ছাড়িয়েছে। রাজধানী দিল্লির বিষাক্ত নদী যমুনা  পাশে  দাঁড়ালেও মানুষ অসুস্থ হয়ে পড়বে।  সাম্প্রতিক সমীক্ষায়  ভয়ানক বিপদ শোনা গেছে। মাইক্রো প্লাস্টিক বা প্লাস্টিক      কনা আকাশ বাতাস  নদী সব ছড়িয়ে যাচ্ছে মানুষের   স্বাস প্রশ্বাস এর মিশে  হাঁপানি স্বাস কষ্ট    রোগ ছড়াচ্ছে।  অদৃশ্য  চোখে দেখা যায় না প্লাস্টিক গুরি  মানুষের স্বাস্থ্যের ভয়ংকর ক্ষতি হচ্ছে। প্লাস্টিক বোতল ,  থালা বাসন মোটেই  নিরাপদ নয়। কে শোনে কার কথা। দেশের রাজনীতিক দল গুলি তাদের নির্বাচনী ইশতেহারে পরিবেশ সংরক্ষণ জল সংরক্ষণ নিয়ে  দেশবাসীকে সতর্ক করে না। কেন্দ্রের বা রাজ্যে সরকার গুলি শুধু ভোটে জেতার  রাজ নীতি করে।





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.