Header Ads

একুশ মানে রক্ত ঝড়া অ আ র যন্ত্রনা দগ্ধ ভাষা শহীদ

একুশ মানে/ সুকুমার মিত্র 
################

একুশ মানে রক্তে লেখা ভাষার মহাকাব্য,
একুশ মানে বুলেট বৃষ্টি, সাহসী বুকের স্বাক্ষর।
মায়ের মুখের শুদ্ধ বুলি আগলে রাখার দীপ্ত শপথ,
তারই ছন্দে গড়া হলো স্বাধীনতার পথ।

একুশ মানে শহিদের রক্তে পলাশের রং,
একুশ মানে প্রতিবাদ, অগ্নিশিখা উজ্জ্বল ঢং।
ভাষার জন্য নিঃস্বার্থ প্রাণদান,
বাঙালির বলিদানে জাগলো জাতি, স্বাধীন বাংলা আর বাঙালির গান।

একুশ মানে বাহান্নর  চিরস্মরণীয় দিন,
যেখানে সাহসের অক্ষরে লেখা হল স্বাধীনতা।
কাঁদল নদী, কাঁদল আকাশ, কাঁদল জনপদ,
তবুও বাংলার সন্তান রইল অটল, নিরবধি অবিচল।

একুশ মানে অহংকার, একুশ মানে রণ,
একুশ মানে জেগে ওঠার বিপ্লবী সে মন।
একুশ মানে পদ্মানদীর বুকে প্রতিধ্বনি তীব্র,
একুশ মানে মাথা নত না করার এক শপথ অমিত্র।

একুশ মানে বেঁচে থাকার ভাষার গভীর টান,
একুশ মানে মুক্তি মিছিল, বীর বাঙালির গান।
শত বছর পেরিয়ে যাবে, তবুও একুশ থাকবে,
স্বাধীনতার পতাকা হয়ে হৃদয়ে দীপ জ্বলবে!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.