কান্দি গ্রন্থ মেলায় আমি গান গাই ,,, বিখ্যাত প্রতুল মুখার্জী প্রতিকৃতি তে শ্রদ্ধা জানানো হয়
স্টল বেড়েছে বইমেলায় মেয়াদ একদিন বাড়ল
সম্প্রতি ভাষা দিবস পালিত হয়। কলকাতার সঙ্গীতজ্ঞ প্রতুল মুখোপাধ্যায়। আমি বাংলায় গান গাই শীর্ষক গান গেয়ে বিখ্যাত তার প্রতিকৃতি রেখে গ্রন্থ মেলায় শ্রদ্ধা জানানো হয়। রবিবার কান্দি পুরসভা সংলগ্ন হ্যালিফ্যাক্স ময়দানে শুরু হল বইমেলা। কান্দি পুরসভা ও কান্দি পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে ওই মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
এ দিন মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক রাজর্ষি মিত্র মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব, কান্দির বিধায়ক অপূর্ব সরকার-সহ জেলা ও ব্লক প্রশাসন, পুলিশের কর্তা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা। উপস্থিত ছিলেন পৌর পিতা জয়দেব ঘটক
কান্দি পুরসভার পুরপ্রধান জয়দেব ঘটক বলেন গত বছর বইমেলা হয়েছিল। মেলায় ২২টি বইয়ের স্টল ছিল। এ বার ৫২টি স্টল হয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সরকার বলেন "বই আমাদের জীবনের অন্যতম অঙ্গ। তাই পরিবারের সকলে মিলে বইমেলায় আসুন।"
গত বছর কান্দির বইমেলায় প্রায় ২২ লাখ টাকার বই বিক্রি হয়েছিল বলে দাবি বিধায়ক অপূর্ব বলেন এ বার অনেক বেশি বইয়ের স্টল হয়েছে নামি-দামি প্রকাশন সংস্থা বইমেলায় এসেছে। আমরা আশাবাদী এ বার প্রায় ৩০ লাখ টাকার বই বিক্রি হবে।এই বইমেলা তে প্রধান গেট তৈরি করা হয়েছে ভারতের সংবিধানের আদলে।যা প্রশংসিত হয়েছে। কান্দি বইমেলা একদিন বাড়ার কথা ঘোষণা করেন বিধায়ক অপূর্ব সরকার গতকাল একদিন ,,,৪ লাখ টাকার বই বিক্রি হয়েছে।
কোন মন্তব্য নেই