ডাঃ মানিক লাল ভৌমিক ,কিঞ্চিৎ গোষ্ঠীর কর্ণধার অসমে সাড়া ফেলেছে
অমল গুপ্ত ,কোলকাতা : প্রাক্তন ব্যাংক অফিসার ডাঃ মানিক লাল ভৌমিক অসমে কিঞ্চিৎ গোষ্ঠী নামে এক সোশ্যাল মিডিয়া গোষ্ঠী গড়ে অসমে বিশেষ করে অসমীয়া ,বাঙালি হিন্দি নেপালি ইত্যাদি ভাষা ভাষী মানুষের মধ্যে সম্প্রীতি ভাত্রুত্ববোধ জাগিয়ে তুলে ভালো কাজ করছেন।হিন্দু মুসলিম সম্প্রতি কে শক্তিশালী করছেন। কিঞ্চিৎ গোষ্ঠী অসম বাংলার সাংবাদিক অমল গুপ্তের সদ্য প্রকাশিত পরিবেশ বিষয়ক গ্রন্থ জল জঙ্গলের আত্মকথা শীর্ষক গ্রন্থের প্রচার করে পরিবেশ প্রকৃতিকে মজবুত করলেন।এই দেশে ভূগর্ভের জল নিশ্বেস হতে চলেছে।ব্যাপক হারে কৃষিতে রাসায়নিক বিষ ব্যবহারের ফলে জমি মাটি আজ বিষাক্ত ,প্লাস্টিক আবর্জনা আকাশ বাতাস কে কলুষিত করছে পরিবেশ প্রকৃতি আজ অস্তিত্বের সংকটে ভুগছে। মানিক লাল বাবুর বরপেটা অঞ্চলে ব্যাপক হারে সবুজ শক সবজি রাসায়নিক বিষ ব্যবহার চলছে। বন্ধ হচ্ছে না। খারুপেটিয়া অঞ্চলে অসাধু কৃষিজীবীরা রাসায়নিক বিষ ব্যবহার করে জেনে শুনে মানুষকে বিষ খাওয়াচ্ছেন। জনপ্রিয় কিঞ্চিৎ গোষ্ঠীর উচিত এই ব্যবস্থা বন্ধে অবিলম্বে প্রচার চালানো। আমি বহুবার অসমের সংবাদপত্রে লিখেছি। প্লাস্টিক আবর্জনা আগামী প্রজন্ম কে শেষ করে দেবে। মাইক্রো প্লাস্টিক গুড়ি মানুষের স্বাস প্রশ্বাস মধ্যে ঢুকে শরীরে বিষ ঢুকছে।মানিক বাবুর মত সমাজ সচেতন মানুষ এই ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসছে। জমিতে বিষাক্ত সার,জল দূষিত হচ্ছে। অসমে তথ্য দেশের ভবিষ্যৎ ভয়াবহ।কোলকাতা গিয়ে দেখলাম লাল কাপড়ে বাঁধা হাঁড়িতে বিরিয়ানি ,মদ ,মাংস আর দূর্নীতি যুব প্রজন্ম কে শেষ করে দিচ্ছে। আর কেউ মাটিতে গাছ রোপণ করে না।ড্রয়িং রুমের ছোট টবে শিশু গাছ লাগিয়ে ঘরের শোভা বৃদ্ধি করার অভ্যাস কলকাতা অসমের সর্বত্র। আমাদের বাঁচার রাস্তা নেই।মোবাইল তো যুব প্রজন্ম কে শেষ করে দিচ্ছে
আমি সাংবাদিক জীবনে নিউজ পোর্টাল নয়া ঠাহর এ ,,ও নানা সংবাদপত্র লাগাতার এইসব সতর্ক বাণী দিচ্ছি।আমার মত ক্ষুদ্র ব্যক্তির কথা কে শুনবে? কিঞ্চিৎ গোষ্ঠী কে অনুরোধ করছি হাতে সময় নেই আমরা দ্রুত ধ্বংসের পথে এগোচ্ছি। জল জঙ্গলের আত্মকথা আমার সম্ভবত শেষ গ্রন্থ আর আগের লেখা সব গ্রন্থের বার্তা আপনারা গাছ লাগান। সবুজ ছায়াঘন গ্রাম গ্রাম গড়ে তুলুন ,ভূগর্ভে জল অপচয় করবেন না। সার ব্যবহার করবেন না।আজ জল মাটি আকাশ বাতাস সবই দূষিত ।মানুষ নানা রোগে আক্রান্ত। গরীব মানুষের হাতে দূর্নীতি পরায়ন লোভী ডাক্তারদের টাকা পয়সা দেবার সামর্থ নেই। জল দূষণ ,মাটি দূষণ ভয়ানক বিপদ ডেকে আনছে। জনপ্রিয় কিঞ্চিৎ গোষ্ঠী এই ভয়ানক পরিস্থিতি থেকে আমাদের বাঁচান। সুস্থ স্বাস্থ্যকর পরিবেশ উপহার দিন। কিঞ্চিৎ গোষ্ঠীর কর্ণধার মানিক লাল ভৌমিক দাবি করেছেন জল জঙ্গলের আত্মকথা শীর্ষক গ্রন্থের খবর 2000বেশি অসমীয়া মানুষের কাছে পৌঁছিয়ে গেছে। খারুপেটিয়ার অসাধু সবজি বিক্রেতাদের কাছে এই খবর গিয়েছে কি।
কোন মন্তব্য নেই