Header Ads

১৯৫২ সালে ২২শে ফেব্রুয়ারি তদানীন্তন পূর্ব পাকিস্তান বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন তাদের নাম- 

(১) রফিক উদ্দিন আহমেদ।
 (২) আবুল বরকত।
 (৩) আবদুল জব্বার।
 (৪) শফিউর রহমান।
 (৫) আবদুস সালাম।
 (৬) আবদুল আউয়াল।
 (৭) আহিউল্লাহ।
 বর্তমান ভারতের ১৯৬১ সালে ১৯ ফেব্রুয়ারি মাসে যারা শহীদ হয়েছিলেন তাদের নাম- 

 (১) কমলা ভট্টাচার্য।
 (২) কানাইলাল নিয়োগী।
 (৩) সুনীল সরকার।
 (৪) শচীন্দ্র চন্দ্র পাল।
 (৫) বীরেন্দ্র সূত্রধর।
 (৬) তরণীমোহন দেবনাথ।
 (৭) সুকোমল পুরকায়স্থ।
 (৮) চণ্ডীচরণ সূত্রধর।
 (৯) সতেন্দ্র দেব।
 (১০) হিতেশ বিশ্বাস।
 (১১) কুমুদ রঞ্জন দাস।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.