Header Ads

পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো তে বাধা দেওয়া হচ্ছে এবার ঢাকা বিশ্ব বিদ্যালয় ৭৩ টি সরস্বতী পুজো

 অমল গুপ্ত , গুয়াহাটি ,কোলকাতা: বাঙালিদের সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ডে  মত  সমার্থক , ১৪ ফেব্রুয়ারির  মত যুব প্রজন্ম  উৎসাহ উদ্দীপনা র সঙ্গে প্রেমের দিবস সরস্বতী পুজোর আয়োজন করে আসছে। হিন্দু মুসলিম জাত ধর্ম নির্বিশেষে  বাগ দেবীর পুজো অর্চনা করে। পশ্চিমবঙ্গ বাংলদেশে সহ সারা বিশ্বের বাঙালিরা সরস্বতী পুজোর আয়োজন করে। বিদ্যার  অধিষ্ঠাত্রী মা সরস্বতী  পুজো কে ঘিরে আপামর ছাত্র ছাত্রী মহলে বেজায় স্ফূর্তি বেজায় বাঁধ ভাঙ্গার আনন্দ। উচ্ছ্বাস  ,সেলফি তোলার প্রেম , গান  ,প্রেম ,ভালবাসা  ঘিরে থাকে  এক দুদিনের  সংক্ষিপ্ত  অনুষ্ঠান । মা সরস্বতী পুজো করতে গেরুয়া পলাশ, ফুল ,আম মঞ্জুরি , দরের কলম  প্রয়োজন ।শিশু ছাত্র ছাত্রীরা  প্রথম অ,  আ লিখে হাতে খড়ি   সূচনা করে বিদ্যারম্ভ শুরু করে। মুসলিম রাষ্ট্র বাংলাদেশ  এবার ও ভারত বিরোধিতা  আবেগ,  চক্রান্ত  থাকা ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ক্যাম্পাসে ৭৩ টি সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। সরস্বতী দুই দেশ কে  মিলিয়ে দিয়েছে।হিন্দু মুসলিম বিভাজন নেই। রাজধানী নগরী  গুয়াহাটি সহ অসমে বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চলে হাজার হাজার সরস্বতী পুজোর আয়োজন চলছে।কানো জায়গা থেকে বাধা দেওয়ার খবর নেই। ত্রিপুরা তেও হাজার হাজার পুজো হয়।  সরস্বতী পুজো আজ জাতীয় উৎসবের রূপ পরিগ্রহ করেছে।  ( গুয়াহাটি তে বাগ দেবীর আরাধনা)






কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.