Header Ads

বরাক এ আবার বন্যার হুমকি বাঁধ ভেঙে পড়েছে

 নয়া ঠাহর ,শিলচর

তৈরির একবছরের মাথায় ভেঙে পড়ছে গনির গ্রাম মহাদেবপুরের নদী প্রতিরোধী বাঁধ - প্রতিবাদে সরব হল বিডিএফ এবং এলাকাবাসী।

বছরখানেক আগে নদী ভাঙন প্রতিরোধে গনিরগ্রাম মহাদেবপুর এলাকায় বাঁধ তৈরি করা হয় জলসম্পদ বিভাগের তত্ত্বাবধানে। যদিও এই বাঁধের স্থায়িত্ব তিনবছর হবার কথা, তৈরির একবছরের মধ্যে ভেঙে পড়ছে এই বাঁধ। নিম্নমানের কাজের অভিযোগে এই নিয়ে প্রতিবাদী কর্মসূচি সাব্যস্ত করেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এর স্থানীয় কর্মকর্তা সহ ভুক্তভোগী জনগন।

এদিনের এই প্রতিবাদে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ আহ্বায়ক মিনহাজ উদ্দিন লস্কর বলেন যে জলসম্পদ বিভাগের নির্দেশিকা অনুযায়ী এই কাজের ন্যুনতম স্থায়ীত্ব তিনবছর হওয়ার কথা। কিন্তু তৈরির দেড় বছরের মাথায়ই বাঁধে ভাঙন দেখা দিয়েছে। তিনি বলেন সংশ্লিষ্ট ঠিকাদার রোহিত গুলগুলিয়া যদি সঠিক গুনমান বজায় রেখে কাজ করতেন তাহলে এমন হওয়ার কোন কারন নেই। মিনহাজ বলেন অবশ্যই নিম্নমানের কাজ হয়েছে যার ফলে আবার আশঙ্কা দেখা দিয়েছে স্থানীয় জনসাধারণের মনে। তিনি অবিলম্বে এই ব্যাপারে জলসম্পদ বিভাগের হস্তক্ষেপ দাবি করেছেন।

মিনহাজ এদিন আরো বলেন যে এই এলাকার অধিকাংশ জনগনই কৃষিজীবী ও প্রান্তিক মানুষ। তাই যদি এই প্রতিরোধী বাঁধ আগামী বর্ষার আগে মেরামত না হয় তবে নদী ভাঙনে নিকটবর্তী প্রচুর কৃষিজমি তলিয়ে যেতে পারে,যার ফলে ব্যাপক দুর্ভোগের শিকার হতে পারেন এলাকাবাসী। তাই সবাই আশঙ্কিত এবং বিষয়টি খুবই গুরুতর। তিনি তাই এই ব্যাপারে জেলা প্রশাসন তথা জলসম্পদ বিভাগের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে এই বাঁধ মেরামতের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের বক্তব্যেও এদিন বিষয়টির গুরুত্ব ও অবিলম্বে সরকারি হস্তক্ষেপের দাবি উঠে এসেছে। তাঁরা জানিয়েছেন যে এই মর্মে একটি স্মারকলিপি অনতিবিলম্বে জেলা শাসক তথা বদরপুরের জলসম্পদ আধিকারিকের হাতে তুলে দেওয়া হবে। তবে এরপরও যদি কাজ না হয় তবে তাঁরা অবশ্যই এই ইস্যুতে গনতান্ত্রিক উপায়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।

এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুমন্ত নাথ, সমীরণ নাথ, জুয়েল বড়ভুইয়া,অরুণ দাস, পুলক নাথ, জয়ন্ত নাথ,সুব্রত নাথ, নির্মল নাথ, নিজাম উদ্দিন, আজমল হোসেন, অরূপ নাথ, নৃপতি রঞ্জন নাথ, মিঠুন নাথ, বুলন নাথ, শশাঙ্ক নাথ,দিপ্তক রঞ্জন দাস,দীপক নাথ, অঞ্জন নাথ, সুসেন নাথ প্রমুখ।

বিডিএফ এর পক্ষ থেকে আহ্বায়ক দেবায়ন দেব এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.