আমার একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস
-:অমর একুশে ফেব্রুয়ারি:-
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি?
না কোনও বাঙালি ভল্টে পারে না। অসম নাগরিক মঞ্চও ভুলেনি।
তাই ,
প্রতি বছরের মতো এবারও অসম নাগরিক মঞ্চের উদ্যোগে আগামী শুক্রবার, পবিত্র ২১ সে ফেব্রুয়ারি, সন্ধ্যা ছয়টায় হোজাই নেতাজী কর্ণারে বাংলা ভাষা রক্ষার প্রথম শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শহীদ স্মরণে প্রদীপ প্রজ্জ্বলিত হবে।
মাতৃ ভাষা প্রেমী সকলের উপস্থিতি আমারা কামনা করছি।
ইতি
বিজয় চক্রবর্তী
সাধারন সম্পাদক
অসম নাগরিক মঞ্চ,
হোজাই। অসম।
কোন মন্তব্য নেই