ভারতের ২৫২৫ কিলোমিটার গঙ্গা ,প্লাস্টিক ভরা ঘাটে ঘাটে কোটি লোকের স্নান পবিত্র নির্মল থাকে কি?
অমল গুপ্ত ১৮ ফেব্রুয়ারি ,কোলকাতা ,: ভারতের কোটি কোটি লোক মহা কুম্ভে স্নান করে পূর্ণ অর্জন করছেন। পাপ ধুয়ে মুছে দিচ্ছেন। প্লাস্টিক বোতল,প্লাস্টিক পাকেট ,থর্মকলের কাপ প্লেট , ফুল, মালা নানা আবর্জনা ২৫,২৫ কিলোমিটার গঙ্গার উত্তর প্রদেশের অংশ তে দূষণ ছড়াচ্ছে। গঙ্গা আজ আর নির্মল পবিত্র নেই । ভারতে ব্রহ্মপুত্র নদ সবচেয়ে লম্বা ২৯০০ কিলোমিটার ,অলকানন্দা ১৯৫ কিলোমিটার , দেশের রাজধানীর দিল্লির কলঙ্ক যমুনার ১,৩৭৬ কিলোমিটার প্রায় সবটাই বিষাক্ত। নয়া দিল্লি র আকাশ বাতাসে কার্বন দূষণ পঞ্জাব হরিয়ানার আকাশ কেও দূষিত করছে। গঙ্গা অববাহিকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল এই নদীতে ফেলা অপরিশোধিত পয়: নিষ্কাশন , শিল্প বর্জ্য ,শবদাহের চিতা আধ পড়া দেহের অংশ ,পশু পাখির মৃতদেহ সবই ,"পবিত্র নির্মল 'গঙ্গা নদীতে ফেলা হয়। এক সাধুকে জল সমাধি সারা বিশ্ব বাসী টিভির পর্দায় দেখলো। সেই সাধুর দেহ পচে কি পবিত্র গঙ্গা কে দূষণ ছাড়ালো না। না গঙ্গা আর পবিত্র হল। বারাণসী মানিকার্নিকা ঘাট প্রতিদিন হাজার হাজার মৃতদেহ দাহ করা হয় মৃতদেহ গুলি পুরোপুরি জ্বালিয়ে দেওয়া হয়না। আধা পুড়িয়ে শবগুলি গঙ্গার "পবিত্র" জলে ফেলে দেওয়া হয়। বলে অভিযোগ আছে। গঙ্গা শোধনের নানা তথা ২০কথিত প্ল্যান বাস্তবায়ন করতে কোটি কোটি টাকা কেন্দ্র খরচ করেছে।" নমামি গঙ্গে " নামে তথাকথিত কর্মসূচি , নমামি বরাক নামে কেন্দ্রীয় কর্মসূচি এতটুকুও নদী গুলি দূষণ মুক্ত হয়নি। ৩০ হাজার কোটি দূর্নীতি হয়েছে। উত্তর প্রদেশ হয়ে গঙ্গার অধিকাংশ অঞ্চল প্লাবিত হয়েছে।কানপুরের মত চামড়া নগরী থেকে বিষাক্ত রাসায়নিক দূষিত জলের নর্দমা ,দেশের কল কারখান গুলির বর্জ্য পদার্থ ,আবর্জনা ড্রেন অধিকাংশ পয়: প্রণালী ড্রেন গঙ্গা নদীতে মিশেছে। পবিত্র গঙ্গা আর পবিত্র নদী নয়। কোটি কোটি প্রাণ মানুষ অসীম বিশ্বাসে পূর্ণ অর্জনের লক্ষ্যে মারা ভেসে চলা দূষিত গঙ্গাতে ডুব দিয়েছে। সেই নদীতে থিক থিক করছে ব্যকটেরিয়া
কিন্তু কোথায় পবিত্র নির্মল গঙ্গা ?

কোন মন্তব্য নেই