রাজস্থান যোধপুরের বিশিষ্ট সমাজ কর্মী মনোজ সেনগুপ্ত প্রয়াত
নয়া ঠাহর ,কোলকাতা: রাজস্থানের যোধপুর শহরের বিশিষ্ট সমাজ কর্মী মনোজ সেন গুপ্ত শনিবার হঠাৎ স্বাস জনিত কারণে মারা যান।তিনি বহু দিন নানা রোগে ভুগছিলেন। যোধপুরের আদি বাসিন্দা রেলওয়ে অফিসার দেব নারায়ণ সেনগুপ্তের পুত্র মনোজ সেনগুপ্ত ওরফে দুলু নানা জনহিতকর কাজে জড়িয়ে ছিলেন। অবসরপ্রাপ্ত সেনা অফিসার মিলন সেনগুপ্তর ভাই মনোজ সেন গুপ্তের অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হবে আগামী কাল ।প্রায় ৬০ বছর বয়সী মনোজ স্ত্রী জয়তী, পুত্র চিরাগ কন্যা মেঘা আত্মীয় স্বজন গুণমুগ্ধ দের রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে যোধপুর ৭৭ সুরজ নগর সেক্টর ই তে শোকের ছায়া নেমে আসে । মনোজ সেনগুপ্তের দাদা তথা অবসরপ্রাপ্ত সেনা অফিসার মিলন সেনগুপ্ত ,পত্নী চন্দনা , জামাই বাবু অবসরপ্রাপ্ত অফিসার অনিল রায় পত্নী তথা বোন সুনিতা , ফাল্গুনী চৈতালী, আদিত্য , সুকৃত রায়, স্নিগ্ধা নাগপুর ,পশ্চিমবঙ্গের কলকাতার, মুর্শিদাবাদের কান্দি বহরমপুরে শহরের বহু আত্মীয় স্বজন তাঁর, মামা সাংবাদিক অমল গুপ্ত প্রমুখ মনোজের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। আত্মীয় স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। আগামী কাল হরিওংএনগর লক্ষ্মীমন্দিরে মৃতের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। রাজস্থানের হিন্দি দৈনিক ভাস্কর এ খবরটি প্রকাশ পেয়েছে। আজ মৃতদেহ নিয়ে শোক মিছিল বেরোবে।
।
কোন মন্তব্য নেই