Header Ads

কান্দি রসোরা সরস্বতী বিদ্যামন্দিরের সরস্বতী পুজো সবকে মুগ্ধ করেছে

নয়া ঠাহর,  অমল গুপ্ত ,কান্দি জেল রোড  শত বর্ষের প্রাচীন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংস্থার অধীন  বিদ্য মন্দির কান্দি রসরা  সরস্বতী শিশু  মন্দির, সরস্বতী পুজোর  ভোর তখনও সবুজ ধানের মাথায় শিশিরের  মুক্ত  ঝরছে  পাশের ছায়া ঘন সেগুন গাছ  ,একদল বালি হাঁস উড়ে গেল মাথায়। বহু বছর বাদ বাগ দেবীর আরাধনায় পুষ্পাঞ্জলি দিলাম।বন্ধু চির সুন্দর দেব   প্রধান শিক্ষক আশীষ মুখার্জী  পাশে ছিল।শিশু ছাত্রদের সঙ্গে দিদিমনি বা হাতে ফুল তুলে দিলেন। পরে শিশু  ছাত্রদের কচি হাতের দেওয়াল পত্রিকা উন্মোচন করলেন অসমের সাংবাদিক অমল গুপ্ত পাশে ছিলেন চির সুন্দর সিংহ।শিশু  শিল্পী বা রা গান আবৃত্তি  নৃত্য  ডালি সাজিয়ে উপহার দিল  মনোরম সকাল।  এই বিদ্যালয় এ ১০ জন মুসলিম সম্প্রদায়ের ছাত্র পড়াশুনা করে।তারা  রাষ্ট্রীয় স্বয়ং সেবকের আর্দশ নীতি  কথা রীতি পালন করে বলে প্রধান শিক্ষক জানালেন। দুপুরে সবার সঙ্গে ভোগ  খেলাম। প্রতিজন শিক্ষিকা   জীবনাদর্শ রীতিনীতি মেনে সৎ ভাবে  শিশুদের মানুষ গড়ার কারিগর হিসাবে নিরলস ভাবে কাজ করছে জেনে  খুশি হলাম
এই অবক্ষয় দুর্নীতির জামানায়   শিক্ষক শিক্ষিকাদের মহৎ অবদানের কথা  স্মরণ করিয়ে দিলেন    পরিচালনা সমিতির সদস্য তথা সাংবাদিক চন্দন  সিনহা   তিনি এই প্রতিবেদক কে কিছুটা দূরে বীর পঞ্চানন  শিশু মন্দির নিয়ে গিয়ে দেখান।সেখানেও  গ্রাম্য শান্ত পরিবেশ ভাল লাগলো।
(পরে দেওয়াল পত্রিকার ছবি )

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.