Header Ads

পশ্চিমবঙ্গে লড়াই চান রাহুল গান্ধী

পশ্চিমবঙ্গে ও লড়াই বাড়াতে চায় কংগ্রেস 

দিল্লির পরে এ বার কংগ্রেস শীর্ষ নেতৃত্বের একাংশ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনেও তেড়েফুঁড়ে নামার কথা ভাবছেন। কংগ্রেসের একটা বড় অংশের মতে বারবার আঞ্চলিক দলগুলিকে রাজনৈতিক জমি ছেড়ে দিয়ে কোনও লাভ হচ্ছে না। এমনকি বিজেপির বিরুদ্ধে লড়াইয়েও কোনও বিজেপির বিরুদ্ধে লড়াইয়েও কোনও সুবিধা হচ্ছে না। একমাত্র উপায় হল, কংগ্রেসের নিজের শক্তি বাড়ানো। তাতে যদি আম আদমি পার্টি বা আঞ্চলিক দলের ক্ষতি হয়, তার দায় কংগ্রেসের নয়। কারণ এই আঞ্চলিক দলগুলি কংগ্রেসের রাজনৈতিক জমি কেড়েই ফুলে ফেঁপে উঠেছে।
    কংগ্রেস সূত্রের খবর, আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে রাহুল গান্ধী বাংলায় পদযাত্রা করতে পারেন। এ বিষয়ে ভিবনাচিন্তা চলছে। এখনও দিনক্ষণ বা খুঁটিনাটি কিছু স্থির হয়নি। কংগ্রেস নেতাদের মুক্তি কংগ্রেস যথেষ্ট শক্তিশালী না হলে বিজেপি বিরুদ্ধে কোনও বিরোধী জোট মাথা তুলতে পারবে না। তার জন্য কংগ্রেসকে দেশ জুড়ে রাজনৈতিক জমি বাড়াতে হবে। কংগ্রেসকে কেন্দ্র করে বিরোধী জোটের সরকার তৈরি করতে হলে কংগ্রেসকে নিজেকে অন্তত দেড়লোর বেশি লোকসভা আসনে জিততেই হবে। তার জন্য প্রয়োজনে বিজেপির পাশাপাশি আঞ্চলিক দলের বিরুদ্ধেও লড়াই করতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.