Header Ads

বাঙালির দুঃসময়ে গুয়াহাটি থেকে বাংলা চ্যানেল সূচনা হল


অমল গুপ্ত ,কোলকাতা : অসমের জনপ্রিয় চ্যানেল নিউজ লাইফ বাংলা চ্যানেল শুরু করলো।আজ নিউজ লাইফের ১৭ তম বর্ষ উপলক্ষে নিউজ লাইফ বাংলা ভাষার চ্যানেল নিউজ লাইফ বাংলা সূচনা করে। বাংলদেশে বাঙালি হিন্দুদের উপর লাগাতার অত্যাচার চলছে। এমন কি পশ্চিমবঙ্গেও বাঙালি হিন্দুদের অবস্থা ভাল নেই।নিজস্ব ধর্মের পুজো সরস্বতী পুজোত বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়।পুলিশি পাহারা বসানো হয়। বাঙালিদের নানা সমস্যা তুলে ধরার উপযুক্ত কোনো টিভি চ্যানেল নেই। ঝাড়খণ্ড , বিহারে লাখ লাখ বাঙালির বাস তাদের উপযুক্ত মুখপাত্র নেই। উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট টিভি চ্যানেল নিউজ লাইফ দেশের বাঙালিদের জটিল সব সমস্যা র দিকে দৃষ্টিপাত করবে।যা বঙ্গের তথাকথিত চ্যানেল দৃষ্টিপাত করে না। এই চ্যানেলের কর্ণধার হচ্ছেন বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর শিল্পপতি পত্নী রিনিকি ভূঁইয়া শর্মা বলে গুয়াহাটি এক সূত্র জানান। বিশিষ্ট সাংবাদিক জারির হোসেন বাংলার দায়িত্বে থাকবেন বলে জানা গেল। প্রায়েড ইস্ট কনক্লেভ ২০২৫ নিউজ লাইফ এর অনুষ্ঠানে নতুন বাংলা চ্যানেল খোলার কথা ঘোষণা করা হয়।মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ,শিল্পপতি পত্নী রিনিকি ভূঁইয়া প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এই অনুষ্ঠানে সাংবাদিক অনুরাধা শর্মা পূজারী কে বর্ষ সেরা অসমীয়া পুরস্কার, আর দীপেন বড়ুয়া কে জীবন জোড়া সঙ্গীত সাধনা পুরস্কার প্রদান করা হয়। রাজ্যপাল এল পি আচার্য বিশিষ্ট সাংবাদিক ওয়াসবীর হোসেন সহ বহু বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন। আমন্ত্রিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেশে সদগুরু নামে ধর্মগুরু। চ্যানেলে ১৭ তম বর্ষ উদযাপন উদযাপিত হল।
 অসমীয়া ,হিন্দি ইংরাজি পর বাংলা ভাষাতে চ্যানেল শুরু হল। চ্যানেলের অন্যতম কর্ণধার রি নিকি ভূঁইয়া শর্মা বলেন উত্তর পূর্বাঞ্চল লাখ লাখ বাঙালি বাস করেন বরাক উপত্যকার বাঙালিদের নানা সমস্যা আছে। তাদের মুখপাত্র হিসাবে বাংলা প্রথম স্যাটালাইট চ্যানেল শুরু হবে। ভাইস প্রেসিডেন্ট জারির হোসেন পরিষখ্যান দেখিয়ে নিউজ লাইফ উজ্জ্বল ভূমিকা তুলে ধরেন। দেশের বিশিষ্ট ধর্মগুরু সদগুরু ,অসমের রাজ্যপাল আচার্য এবং চ্যানেল এর কর্মকর্তা রীনিকি ভূঁঞা শর্মা আনুষ্ঠানিক ভাবে নিউজ লাইফ বাংলা চ্যানেল উন্মোচন করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.