অমর্ত্য সেন মনমোহন কে গুরু বলে মানতেন
মনমোহনের দর্শনই প্রয়োজন: অকর্ত্য
Moumita das
সাত দশকের ব্যক্তিগত সম্পর্কে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে নানা রূপে দেখেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। মনমোহনের অর্থনীতির প্রজ্ঞা সম্পর্কে সকলে অবহিত। কিন্তু তাঁর রাজনৈতিক দর্শন ধর্মনিরপেক্ষতা বিষয়ে বক্তব্যও আজকের ভারতে শিক্ষণীয় বলে মনে করেন তাঁর প্রাক্তন শিক্ষক তথা প্রাক্তন সহকর্মী অমর্ত্য। রবিবার বীরভূমের শান্তিনিকেতনে নিজের বাড়িতে সংবাদমাধ্যমকে অমর্ত্য জানান হাল আমলে দেশে সাম্প্রদায়িকতা নিয়ে যা শুরু হয়েছে তা ঠেকাতে মনমোহনের দর্শন প্রয়োজন।
এখন শান্তিনিকেতনে নিজের বাড়ি প্রতীচী তেই রয়েছেন অমর্ত্য। সেখানে এ দিন তিনি সংবাদমাধ্যমের একাংশের কাছে মনমোহনের প্রয়াণ নিয়ে প্রতিক্রিয়া জানান। গত ২৬ ডিসেম্বর প্রয়াত হন মনমোহন। অমর্ত্য বলেন, "ক্ষতি তো খুবই হল। কারণ মনমোহন সিংহ ভারতীয় অর্থনীতি ও রাজনীতির বিষয়ে গভীর ভাবে চিন্তা করেছেন। আমার মতে তাঁর প্রধানমন্ত্রিত্বের সময়ে দেশের নানা উন্নতি হয়েছে।
কোন মন্তব্য নেই