Header Ads

কলকাতায় সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না।

নয়া ঠাহর ,কোলকাতা কোলকাতা যোগেশ চন্দ্র চৌধুরী  ল কলেজ এ সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না  ,আদালতের হস্তক্ষেপ নিতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।  অশিক্ষিত  বেকার শ্রেণীর কিছু যুবক তান্ডব চালিয়ে পুজো বন্ধ করতে চাইছে ।গতবছর কেন্দ্রীয়  স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বাংলায় দুর্গা পুজো সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে  না বলে অভিযোগ করেছিলেন।বিরোধী দলপতি শুভেন্দু অধিকারী একই অভিযোগ করেছিলেন। এবার রাজ্যের কিছু জেলা থেকে একই অভিযোগ উঠেছে।বাংলদেশে দুদিন আগেও সরস্বতী প্রতিমা ভাংচুর করার অব যোগ এসেছে। বাংলদেশে হিন্দুদের ধর্মের স্বাধীনতা নেই  পশ্চিম বঙ্গেও কি সেই পথে হাঁটছে? সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জয়দীপ    মুখার্জী  রাজ্যে সরস্বতী পুজোতে কেউ বাধা দিলে    দল বেঁধে বাধা দেবার জন্যে হিন্দুদের আহবান জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.