মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ৫৭তম জন্ম দিন উদযাপিত
নয়া ঠাহর ,গুয়াহাটি : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ৫৭ তম জন্মদিন আগামী কেল। নিজের নির্বাচন কেন্দ্র পান্ডুর মানুষ মুখ্যমন্ত্রীর জন্ম দিন পালন করার কর্ম সূচি গ্রহন করা হয়েছে। পান্ডু দেবালয় কেক কেটে নয় প্রদীপ জ্বালিয়ে পুজো অর্চনা করে দিনটি উদযাপন করার খবর এসেছে।এই উপলক্ষ্যে গুয়াহাটি পূর এলাকা সাফাই অভিযান চালানো হবে । মুখ্যমন্ত্রী তাঁর বিভিন্ন অঞ্চলে দেওয়া ভাষণের এক সংকলন প্রকাশ পেয়েছে। কাল মুখ্যমন্ত্রী আত্ম নির্ভর সংক্রান্ত এক পোর্টাল আনুষ্ঠানিক উন্মোচন করবেন। অসমের মন্ত্রী কেশব মহন্ত ঘোষণা করেন কোনো সরকারি হাসপাতালে হাসপতালে না থাকা ঔষধ রুগীর জন্যে প্রেসক্রিপশন করতে পারবে না। স্বাস্থ্য মন্ত্রী অশোক সিংহল আজ বরাক হাসপাতাল গুলিতে ঔষধের সমস্যা সমাধানে সহযোগিতার আস্বাস দেন।
কোন মন্তব্য নেই