Header Ads

১৪০ কোটি জনসংখ্যার দেশে প্রায় ১০০ কোটি মানুষ মোবাইল ব্যবহার করছে

অমল গুপ্ত ,কোলকাতা:     দেশে সুস্থ মানুষের হার দ্রুত  কমছে। অসুস্থ মানুষ দ্রুত  বেড়ে যাচ্ছে।দেশের দরিদ্র  মহিলাদের ৯০ শতাংশের বেশি রক্ত শূন্যতায় ভুগছে।   দেশের চারপাশে দূর্নীতি আর দূর্নীতি  যুবসমাজের হাতে এই প্রজন্ম হাতে মোবাইল আসার পর সৃষ্টি শীল সব ধ্বংস । মোবাইল আবিষ্কার করে বিজ্ঞানী মার্টিন কুপার  অনুতাপ  করছেন।বার বার বলছেন মোবাইল আবিষ্কার তার বিরাট চুল হয়েছে। আর মোবাইল ব্যবহার কারীদের মাঝে পাপবোধ আছে কি।সরকার মোবাইল ব্যবহার কারীদের উৎসাহ  দিচ্ছে।সব কিছু ব্যাবসা  শিক্ষ অন্ লাইন। পরিবেশ প্রকৃতি ধ্বংস হচ্ছে। মোবাইল টাওয়ার থেকে নির্গত রাসায়নিক রশ্মি পরিবেশের চরম ক্ষতি করছে। ছোট ছোট পোকা মকর মরে যাচ্ছে।  গাছে ফলন কমে গেছে।পুকুরে মাছ উৎপাতিদ হচ্ছে না। নারকেল গাছে ডাব উৎপাদিত হচ্ছে না। আমরা সবাই মোবাইল পিছনে ছুটছি।তো ছুটছি।মোবাইল কোম্পানি গুলি ধনী থেকে আরো বেশি ধনী হচ্ছে। মনুষত্ব হীন বিবেকহীন, মূল্যবোধ হীন মানুষের জঙ্গলে হাঁসফাঁস করছে জীবন।সব রং মোবাইল শুষে নিয়েছে। জীবনে আর রং নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.