আমেরিকা জন্ম থেকেই নাগরিকত্ব বাতিল
নাগরিকত্ব চাই সময়ের আগেই চাই শিশুর জন্ম।
আর মাত্র কয়েক দিন। এর মধ্যেই ভূমিষ্ট করতে হবে শিশুকে। চিকিৎসকের কাছে তাই অনুরোধের পরে অনুরোধ যে করেই হোক ১৯ ফেব্রুয়ারির মধ্যে সিজেরিয়ান সেকশন অর্থাৎ। অস্ত্রপ্চারের ব্যবস্থা করে দিন। শিশুর জন্মের নির্ধারিত দিন বেশ কয়েক সপ্তাহ পরে থাকলেও এই ধরনের অনুরোধে জেরবার হয়ে যাচ্ছেন আমেরিকার বহু চিকিৎসক। এবং তাঁরা জানাচ্ছেন অনুরোধকারীদের বেশির ভাগই ভারতীয়।
আমেরিকায় জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়ার যে নির্দেশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তা কার্যকর হচ্ছে ২০ ফেব্রুয়ারি থেকে। ট্রাম্পের এই নির্দেশ অনুযায়ী আমেরিকায় জন্ম নেওয়া শিশুর বাবা-মায়ের যে কোনও এক জনের অন্তত যদি আমেরিকায় নাগরিকত্ব না থাকে, তবে শিশুটি এ দেশের নাগরিকত্ব পাবে না। এই নির্দেশিকা কার্যকর হলে তার আওতায় পড়বে আমেরিকায় অস্থায়ী ভিসা নিয়ে বসবাসকারী ভারতীয়দের ভাবী সন্তানেরা। এইচ-১বি এবং এল-১ ভিসা নিয়ে এ দেশে অসংখ্য ভারতীয় কর্মী বসবাস করেন, এবং তাদের পরিবার থাকেন এইচ-৪ এবং এল-২ ভিসা নিয়ে। যত ক্ষণ তাঁরা গ্ৰিন কার্ড না পাচ্ছেন তত দিন তাঁরা এই ধরনের অস্থায়ী ভিসা নিয়েই বৈধ ভাবে এ দেশ বসবাস ও কাজ করেন। এত দিন পর্যন্ত এ দেশে জন্মানো তাঁদের সন্তানেরা স্বাভাবিক ভাবেই আমেরিকার নাগরিকত্ব পেয়ে যেত। এ বার সে পথ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হওয়ার নির্দেশিকা কার্যকর হওয়ার আগেই শিশুর জন্ম দেওয়ার হিড়িক পরে গিয়েছে আসন্নপ্রসবা অভিবাসীদের মধ্যে।
কোন মন্তব্য নেই