Header Ads

কলকাতা আর্ন্তজাতিক গ্রন্থ মেলা আজ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নয়া ঠাহর ,কোলকাতা: কোলকাতা তে আজ ৪৮ তম গ্রন্থ মেলা শুরু হল।এবার বাংলদেশে উপস্থিত ছিল না। আমেরিকা  ব্রিটেন জার্মান ইত্যাদি দেশ অংশগ্রহণ করে।এবারকার থিম জার্মান বলে জানা গেছে। এবার একহাজার প্রকাশন সংস্থা অংশ গ্রহন করে।মুখ্যমন্ত্রী আজ  অপরাহ্নে ফিতা কেটে ৪৮  তম গ্রন্থ মেলা উন্মোচন করেন। কলকাতা সল্ট লেক সেন্ট্রাল পার্ক ১৩ দিনের জন্যে বই মেলা শুরু।মূখ্যমন্ত্রী বইমেলাকে গাছের সঙ্গে তুলনা করেন।গাছের ভাষা আছে  বইয়ের রেকর্ড আছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.