Header Ads

আলফা কমান্ডার পরেশ বড়ুয়া শান্তি চান দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

অমল গুপ্ত ,কোলকাতা:আলফা কমান্ডার ইন চিফ পরেশ বড়ুয়া অসম তথা উত্তর পূর্বে শান্তি চান।কোন অশান্তি চান না। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল  বড়ো চুক্তির পঞ্চম  বার্ষিকী উপলক্ষে  আই এস আইয়ে যোগ দেওয়া প্রসঙ্গে ব্যক্তিগত মত তুলে ধরে  এই কথা বলেন ।তিনি প্রায়ই পরেশের সঙ্গে কথা বলেন বলে দাবি করে বলেন।তাতে প্রতীয়মান হয় পরেশ  শান্তি চান। তিনি অসম কে অস্থির  করতে চান  না। বলেন অসমের মানুষ আর উগ্রপন্থি র প্রতি সমর্থন নেই।তারা শান্তি চান। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.