কাশ্মীরে চিনার গাছের কিউ আর কোড
চিনারকে জানার জন্য গাছে কিউআর কোড
আকবরের বয়সের গাছ পাথর এখনও রয়েছে ভূস্বর্গে। তারা ধারণ করে ঋতুর বাহার। ছায়া, বিছিয়ে রাখে পথে। উপত্যকার প্রখ্যাত সেই চিনার গাছ সংরক্ষণের উদ্যোগী হয়েছে জম্মু-কাশ্মীর সরকার। আর তাতে মস্ত । ভূমিকা নিয়েছে আধুনিক প্রযুক্তি। এই সূত্রে জানা গিয়েছে এশিয়ার । সব থেকে বড় চেনার গাছটি রয়েছে জম্বু-কাশ্মীরের গান্ডরবালে।
২০২১ সাল । থেকে চিনার গাছের তথ্যভান্ডার তৈরি করে চলেছে জম্মু কাশ্মীর ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট ও বন দফতর। কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে গত চার বছরে ২৮ হাজারের বেশি চিনার গাছের জিয়ো-ট্যাগিং করা হয়েছে। উদ্যোগটি চলতি বছরেও চলবে। গাছের স্বাস্থ্য এবং সংরক্ষণ সংক্রান্ত যাবতীয় তথ্য নখদর্পণে পেতে ব্যবহার হচ্ছে জিয়োগ্ৰাফিকাল ইনফর্মেশন সিস্টেম একটি ফর্দ তৈরি হয়েছে চিনার ট্রি রেকর্ড ফর্ম নামে। সেটি ধরে নির্দিষ্ট তথ্য গুছিয়ে তুলে রাখা হচ্ছে। ফলে চাইলেই মুহূর্তের মধ্যে মিলবে গাছের উচ্চতা মেঘ মাথার উপরে কতটা জুড়ে চাঁদোয়া করেছে অক্ষাংশ-দ্রাঘিমাংশ ভিত্তিক অবস্থান বা সেটির সামগ্ৰিক স্বাস্থ্যের মতো খুঁটিনাটি তথ্য। প্রতিটি গাছে থাকছে কেউআর কোড। সেগুলি স্ক্যান করলেই যে কেউ সমস্ত তথ্য দেখতে পাবেন। ইউ আর কোড টাঙাতে গিয়ে গাছের। স্বাস্থ্যের যাতে কোনও ক্ষতি না হয় সে জন্য বিশেষ ভাবে ফসল তৈরি করা হয়েছে।
কোন মন্তব্য নেই