গান নিয়েই বেঁচে আছেন প্রতুল মুখোপাধ্যায়
"আমি তো গানটা নিয়েই বাঁচি। আর কিছু পারিনা। গাইতে পারলেই আমার চলে যাবে।".... পিজি হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে বেশ কয়েকদিন ভর্তি আছেন আমাদের প্রিয় গায়ক প্রতুল মুখোপাধ্যায়। বন্ধু জ্যোতি আর আমি প্রায় নিয়মিতই পিজি যাই কথাবার্তা বলি। কিন্তু প্রতুলদা সবসময়ই দেখি গুনগুন করছে। অসুস্থতা সংক্রান্ত আমাদের নানা রকমের যান্ত্রিক কথাবার্তায় প্রতুলদার কোনো আগ্রহ কখনোই দেখিনা।
সেরকমই গত পরশুও আমরা এমনিই গল্প করছি। হঠাৎ প্রতুলদা বলে উঠলো, "তোরা এসে কি সব কথা বলিস....গান তো শুনিস না।"
আসলে প্রতুল মুখোপাধ্যায়কে যারা চেনেন তারা জানেন যে উনি আদতে একজন গানভোলা মানুষ। গানই ওনার জীবন। তাই হাসপাতালে ভর্তি হয়েও চিকিৎসা নিয়ে কোনোই মাথাব্যথা নেই। শুধু গান গাইতে পারলেই খুশি। ফলত ছোটো ছোটো জুনিয়র ডাক্তার, নার্স এমনকি সিনিয়র ডাক্তার, স্পেশালিস্ট সবাই প্রতুলদার কাছে গান শোনার আবদার করে। আমরাও অন্যসময় তাই করি।
কিন্তু এবারে, "তোমার শরীরটা খারাপ বলে আর বলিনি। তুমি গাইবে ? তাহলে গাও!"....আমি বললাম।
তখনই বিখ্যাত কবি শঙ্খ ঘোষের এই "বাবরের প্রার্থনা" কবিতার গানটি শুনিয়ে প্রতুলদা অনেকদিন আগের একটা গল্প বললো....
একবার গোর্কি সদনে "বাবরের প্রার্থনা" কবিতার এই গানটি গেয়েছিলেন প্রতুলদা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং কবি শঙ্খ ঘোষ। পাশে যিনি বসেছিলেন তিনি কবিকে 'গানটি তাঁর কেমন লাগলো' জিজ্ঞেস করাতে কবি বলেছিলেন..."পনেরোটা মিনিট আমি একটু একা ঘুরে আসি।"....সেই ব্যক্তিই পরে প্রতুলদাকে শঙ্খ ঘোষের কথা বলেন।
যে গান শুনে একলা ভাবনায় ডুবতে চেয়েছিলেন স্বয়ং কবি সেই গানটি হাসপাতালে বসে এভাবে শুনবো ভাবিনি। কিন্তু প্রতুলদা যে আবেগে গান করেন তাতে হাসপাতালের বিষন্নতা নিমেষেই মঞ্চ হয়ে ওঠে।
কয়েকদিনের মধ্যেই ওনার একটা অপারেশন হবে। তাতে শারীরিক অবস্থার কিছু পরিবর্তনের কথা শুনে একটাই চিন্তা, গান গাইতে পারবেন কিনা ? তাই নিজেই গুগল খুঁজে একজন অ্যাথলেটিক ও তিনজন গায়কের সন্ধান পান যারা নাকি এরকমই প্রতিবন্ধকতা নিয়েই খেলা ও গান করেন!! যা জেনে প্রতুলদা বেশ নিশ্চিন্ত হয়েছেন। সাথে আমার ছোটবেলায় মিশনে দেখা এক নকশাল নেতা যিনি আবার একজন ডাক্তারও বটে তিনিও একই অবস্থায় পুলিশের নজর এড়িয়ে এখানে ওখানে শেল্টার নিতে ছুটে বেড়াতেন দিব্য শুনে আরও স্বস্তি পেয়েছেন।
প্রতুলদা এমনি ভালো আছেন। আমাদের প্রিয় দিদি, মুখ্যমন্ত্রী প্রশাসনিক পর্যায়ে ডাক্তারদের সঙ্গে ওনার চিকিৎসার বিষয়ে সবরকম খোঁজখবর রাখছেন।
আমি ব্যক্তিগত কিছু কাজের কারণে বেশ কিছুদিন ফেসবুকে কোনো পোস্ট করছি না। কিন্তু প্রতুলদা বাংলা সংস্কৃতি জগতের একজন গুণী শিল্পী। মুখ্যমন্ত্রী ও গুটিকয় মানুষ ছাড়া কেউই জানেনা ওনার অসুস্থতার কথা। উনি সুস্থ হয়ে উঠুন এই প্রার্থনা আমাদের সকলেরই কাম্য হোক। তাই এই পোস্টটি করে বাবরের প্রার্থনা" কবিতার সেই গানটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। একটু ধৈর্য নিয়ে গানটি শুনুন।
প্রতুলদা তুমি এভাবেই গানের ভুবনে নিমগ্ন হয়ে থাকো এই কামনা করি।।
অশোক মজুমদার।।
২৮.০১.২০২৫
কোন মন্তব্য নেই