Header Ads

উত্তর প্রদেশে , মহাকুম্ভে পদ পৃষ্ট হয়ে অন্তত ১০ নিহত ,৫০ জন আহত

নয়া ঠাহর ,কোলকাতা : উত্তর প্রদেশের    মহাকুম্ভে  কম করে১০ জন নিহত ,৫০ জন আহত।প্রধাণমন্ত্রী স্বয়ং গভীর রাতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ কে এই দুর্ঘটনার ঘটনা জানান বলে  সংবাদ সূত্রে জানা গেছ    মহাকুম্ভ কাল ছিল অমৃত স্নান । প্রয়াগ রাজে আজ ভোর রাতে অমৃত পূর্ণ স্নান  ছিল। নিয়ন্ত্রণ হীন ভিড়ে পদপিষ্ট হয়ে সব মারা  গেছেন।প্রধান মন্ত্রী শোক প্রকাশ করেন।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়ে এই ঘটনায় ১৫ জন নিহত হয়েছে বলে জানান। এর আগে কুম্ভ মেলায় ২০০ বেশি তাবু তে আগুন ধরে যায়। মমতা  ব্যবস্থা  ঠিক ছিল না বলে  অভিযোগ করেন
মৌনী আমাবস্য তে রেকর্ড সংখ্যক ভির ছিল।এবার ১০ কোটির বেশি  ভক্ত স্নান করে বলে জানা গেছে। বিরোধী দলপতি রাহুল গান্ধী এই বিপর্যয়ে গাফিলতি নিন্দা করেন। প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী নিন্দা করে।অসমের হাইলাকান্ডি জেলার নীতি রঞ্জন  পাল নামে এক ব্যবসায়ী পদপিষ্ট হয়ে মারা গেছে।তার পত্নী ও গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।  নিহত ব্যবসায়ী  পাল ছবি শেষের খবর মহাকুম্ভে প্রাণ গেছে ৩০ জনের।২৫ জনকে শনাক্ত করা গেছে।ক্ষতিপূরণ হিসাবে ২৫ লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। এই মেলার জন্যে সাড়ে সাত হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে।কিন্তু নিরাপত্তায় গাফিলতি ছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.