Header Ads

এক দেশ এক ভোটার পক্ষে প্রধান মন্ত্রী

এক দেশ এক ভোটের পক্ষে সরব রাষ্ট্রপতিও 

 এক দেশ এক নির্বাচন করতে সংসদে গত শীতকালীন অধিবেশন দু'টি বিল এনেছিলেন নরেন্দ্র মোদী সরকার। যা বর্তমানে যৌথ সংসদীয় কমিটির কাছে রয়েছে। দেশে এক সঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন করানোর ব্যাপারে সরকার যে উদ্যেগী রয়েছে প্রজাতন্ত্র দিবসের প্রাক-সন্ধ্যায় আজ তার প্রশংসা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর কথায় নীতিপঙ্গুত্ব এড়াতে এ ধরনের সাহসী পদক্ষেপের প্রয়োজন রয়েছে।
   দীর্ঘ সময় ধরেই দেশে একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন করার পক্ষে সওয়াল করে এসেছে নরেন্দ্র মোদীরা। বিজেপি শিবিরের যুক্তি রাজ্য ও কেন্দ্রে একসঙ্গে নির্বাচন হলে কোষাগারের সাশ্রয় হবে নির্বাচনী আচরণবিধির কারণে থমকে থাকবে না উন্নয়নের কাজ। গত শীতকালীন অধিবেশনে এই সংক্রান্ত দুটি বিল পেশ করে সরকার। বিলটি নিয়ে বিরোধীদের প্রবল আপত্তি থাকায় তা জেপিসি-তে পাঠিয়ে দেওয়া হয়। আজ নিজের বক্তব্যে সরকারের উদ্যোগের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন এ ধাঁচের বড় মাপের সংস্কারমুখী পদক্ষেপ করার জন্য সাহসী ও দূরদর্শী দুষ্টিভঙ্গির প্রয়োজন হয়। এই উদ্যোগ সুশাসনকে নতুন মাত্রা দিতে সক্ষম। এক দেশ নির্বাচন ব্যবস্থা কার্যকর হলে এক দিকে যেমন অর্থের অপচয় রোখা সম্ভব হবে, আর্থিক বোঝা হ্রাস হবে। তেমনই নীতি নির্ধারণের ক্ষেত্রে যে জড়তা সৃষ্টি হয় তা দূর হতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.