ভারতের ঘুমন্ত আত্মা জেগে উঠেছে, ভারত বিশ্ব কে পথ দেখাচ্ছে: দ্রুপদি মুর্মু
অমল গুপ্ত ,২৬ জানুয়ারি: আজ দেশের ৭৬ তম প্রজাতন্ত্র দিবস। এই দিবস উপলক্ষে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে এসেছেন। রাষ্ট্রপতি জাতির উদ্দেশে ভাষণ প্রদান করে বলেন ঘুমন্ত ভারত জেগে উঠেছে।ভারত বিশ্বকে পথ দেখাচ্ছে। দেশে এক দেশ এক ভোট কে গুরুত্ত দিয়ে রাষ্ট্রপতি বলেন দেশের আর্থিক উন্নয়নে এই ব্যবস্থা কায়েম করা জরুরি। তিনি বাংলা অসমীয়া ভাষা সহ কয়েকটি ভাষাকে বিশেষ উন্নত ভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। এবার আমন্ত্রিত অতিথি হিসেবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবয় সুবআন্ত উপস্থিত ছিলেন। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কে পাশে নিয়ে অমর শহীদদের শ্রদ্ধা প্রদর্শন করেন।অসমের কোনো টেবলো ছিল না।পশ্চিমবঙ্গের তেবলো তে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্থান পায় । এবার ৫০০০ শিল্পী সঙ্গীত প্রদর্শন করেন।অসমের বহু নৃত্য ছিল। অসম পশ্চিম বঙ্গের সঙ্গে উত্তর পূর্বাঞ্চল প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। ইতানগর ,আইজল , কোহিমা, শিলং গুয়াহাটি তে দিনটি পালিত হয়। মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায় জাতীয় পতাকা উত্তোলন করেন।অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিব্রুগর জাতীয় পতাকা উত্তোলন করে দাবি করেন টাটা অসমে রাজ্যে কে উন্নয়নের শিখরে তুলে ধরছে। রাজ্যে হিংসা কমেছে।বলেন প্রধানমন্ত্রী অসম কে সার্বিক ভাবে সাহার্য্য করছেন। দিব্রুগরকে রাজ্যের দ্বিতীয় রাজধানী করা হবে।২০২৭ থেকে বিধানসভার অধিবেশন বসবে। অসম বিধানসভার নতুন ভবন নির্মাণ করা হবে।
তিনি জানান এক্সপ্রেস ওয়ে সম্পূর্ণ হলে শিলচর গুয়াহাটি দূরত্ব ৫ঘণ্টা কমে যাবে।
কোন মন্তব্য নেই