হায়দ্রাবাদ পত্নী মাধবী কে কেটে টুকরো করে প্রেসার কুকারে সেদ্ধ করে স্বামী সেনা কর্মী
স্ত্রীর দেহ টুকরো করে সিদ্ধ, ধৃত
সন্দেহের জেরে স্ত্রীর দেহ টুকরো টুকরো করে কেটে, প্রেশার কুকারে সিদ্ধ করে বস্তায় ভরে তা একটি হ্রদের মধ্যে ফেলে দেওয়ার অভিযোগ উঠল একটি প্রাক্তন সেনাকর্মীর বিরুদ্ধে। অভিযোগ প্রথমে অস্বীকার করলেও পরে তা মেনে নিয়েছে গুরুমূর্থি নামে ওই প্রান্তন সেনাকর্মী। বছর ৪৫-এর গুরুমূর্থিকে ইতিমধ্যে গ্ৰেফতার করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও হদিস মেলেনি মাধবীর দেহাংশের।
পুলিশ জানিয়েছে গত ১৬ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন বছর পয়ত্রিশের পুট্টবেঙ্কট মাধবী। তাঁর মা- বাবার দাবি ১৫ জানুয়ারি সকালের দিকে ভীষণ রকমের কথা কাটাকাটি হয় ওই দম্পতির মধ্যে। এর পর থেকেই খোঁজ মেলেনি ওই মহিলার। স্বামীর সঙ্গে বচসার জেরে বাড়ি ছেড়ে চলে গিয়েছেন প্রথমে এমনটাই মনে করে মাধবীর পরিবার। তবে মেয়ের কোনও খোঁজ না মেলায় ১৮ জানুয়ারি মীরপেট থাকায় এফআইআর করে তারা। আত্মীয়দের সঙ্গে গুরুমূর্থিও থানায় অভিযোগ জানাতে যায়। দ্রুত স্ত্রীর খোঁজ যাতে মেলে তা নিয়ে পুলিশের কাছে সে-ও আবেদন করে। তবে শুরুতেই সন্দেহের তালিকায় ওঠে গুরুমূর্থির নাম।
কোন মন্তব্য নেই