Header Ads

আপোষহীন সংগ্রামের প্রতীক নেতাজির ১২৯ তম জন্ম বার্ষিকী

-----------

পৌরুষের বজ্রকৌস্তুভ, উল্কার অনল শিখা, রাজনীতির জ্বলন্ত ধূমকেতু, আপোষহীন সংগ্রামের মূর্তপ্রতীক নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্মদিবস উপলক্ষ্যে ‘আমরা বাঙালী’, ‘বাঙালী বাহিনী’, ‘বাঙালী নারী বাহিনী’, ‘বাঙালী মহিলা সমাজে’র পক্ষ থেকে শতাধিক সদস্য-সদস্যার উপস্থিতিতে হাজরা মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা নেতাজীর বাসভবন এলগিন রোডের বাড়িতে গিয়ে নেতাজী কে শ্রদ্ধা জানানো হয়। এদিন সংগঠনের পক্ষ থেকে নেতাজীর মূর্তিতে মাল্যদান করেন— ‘আমরা বাঙালী’র কেন্দ্রীয় সচিব জ্যোতিবিকাশ সিনহা, কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তপোময় বিশ্বাস, ‘বাঙালী বাহিনী’র সচিব হিতাংশু বন্দ্যোপাধ্যায়, প্রবোধ কুণ্ডু, ‘আমরা বাঙালী’র প্রাক্তন কেন্দ্রীয় সচিব বকুল চন্দ্র রায়, কেন্দ্রীয় সাংস্কৃতিক সচিব অনিতা চন্দ, কেন্দ্রীয় প্রকাশন সচিব প্রণতি পাল, কেন্দ্রীয় উন্নয়ন সচিব শুভেন্দু ঘোষ, কেন্দ্রীয় প্রচার সচিব উজ্বল ঘোষ প্রমুখ নেতৃবৃন্দ। কলকাতার পাশাপাশি ঝাড়খণ্ড, অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, মেদিনীপুর, পুরুলিয়া সহ জেলায় জেলায় নেতাজী জয়ন্তী পালন করে ‘আমরা বাঙালী’।
       সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘আমরা বাঙালী’র কেন্দ্রীয় সচিব জ্যোতিবিকাশ সিনহা ও কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তপোময় বিশ্বাসের বক্তব্য থেকে উঠে আসে, নেতাজী সুভাষচন্দ্র বসুকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের দেওয়া যুদ্ধাপরাধীর তকমা ঘোচাতে ব্রিটিশ ভারত ছাড়ার পরেও তৎকালীন কংগ্রেসের সরকার কোনোরুপ ভূমিকা গ্রহণ করেনি, জহরলাল নেহেরু-ইন্দিরা গান্ধী সহ কংগ্রেসীয় অবাঙালী নেতৃত্বের কুচক্রান্তে রাষ্ট্রসংঘের যুদ্ধাপরাধীদের তালিকায় নেতাজী সুভাষচন্দ্র বসুর নাম থেকে গেছে। বর্তমান কেন্দ্রীয় সরকার মুখে বলছে নেতাজী সুভাষের অনুগামী তারা এবং তাদের দল ভারতীয় জনতা পার্টি। কিন্তু আমরা পরিষ্কার বলে দিচ্ছি, কথায় নয়, কাজে প্রমাণ দিন.. নেতাজী সুভাষচন্দ্র বসুর নাম কি এখনও যুদ্ধাপরাধী তালিকাভুক্ত!! ভারত সরকারকে অবিলম্বে তা বিবৃতি দিয়ে জনসমক্ষে প্রকাশ করতে হবে। এছাড়া তারা বলেন—নেতাজীর জন্মদিনে বাঙালী বাহিনী ও আমরা বাঙালীর দাবী ---
* বাঙালী রেজিমেন্ট গঠন করতে হবে ।
* নেতাজীর অন্তর্ধান রহস্য অবিলম্বে প্রকাশ করতে হবে।
* মুখার্জী কমিশনের রিপোর্ট প্রকাশ করতে হবে।
* ২৩শে জানুয়ারী নেতাজীর জন্মদিনকে জাতীয় ছুটির দিন ঘোষণা করতে হবে।
* ২৩শে জানুয়ারী দেশপ্রেম দিবস ঘোষণা করতে হবে
* নেতাজীর অন্তর্ধান রহস্য অবিলম্বে উদ্‌ঘাটন করতে হবে
* তৎকালীন আজাদ হিন্দ ফৌজের সম্পত্তির পরিমাণ জনসমক্ষে প্রকাশ করতে হবে
 

               নিবেদক— 
             উজ্জ্বল ঘোষ 
     কেন্দ্রীয় প্রচার সচিব,আমরা বাঙালী 
      ২নং বল্লভ স্ট্রীট, কলকাতা-০৪

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.