Header Ads

আর জি কর ডাক্তার হত্যায় সরকার তথ্য প্রমাণ লোপ করেছে অভিযোগ মা বাবার

নয়া ঠাহর  অমল গুপ্ত ,কোলকাতা : কুলতালী নাবালিকা হত্যা কান্ডের ফাঁসি  ঘোষণা হল ৬১ দিন বাদ।আর আর জি কর কান্ডের ৪মাস অতিক্রান্ত বিচার হলনা ।নিহত  পড়ুয়া ডাক্তার হত্যার প্রতিবাদে ডাক্তারের মা  বাবা  আজ পথে নেমে বিচার চাইলেন। তাদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত  শাহ ভালো ব্যবহার করেনি বলে  অভিযোগ করেন।তার মা বাবা অভিযোগ করেন সরকার  তথ্য প্রমাণ লোপাটের চেষ্টায় বেশি গুরুত্ত দিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.