সচেতন নাগরিক মঞ্চ , , কান্দি ,হিন্দু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল
অমল গুপ্ত ,,কান্দি জেল রোড ,: আগামী ৯ ডিসেম্বর সোমবার সচেতন নাগরিক মঞ্চ কান্দি বাংলাদেশে হিন্দু নির্যাতন বিরুদ্ধে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিলে আয়োজন করেছে।এই মিছিল কান্দি পাখ মারা ডোব ,কান্দি থানা রোড , হাসপাতাল রোড হয়ে কান্দি মহকুমা অফিসারের কার্যালয় কাছে এক স্মারক পত্র দেবে কান্দি সচেতন মঞ্চের পক্ষ থেকে চন্দন সিংহ জানান।
কোন মন্তব্য নেই